হোম > সারা দেশ > রংপুর

কুড়িগ্রামে দুই শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান পানিবন্দী, ১৪০টিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

কুড়িগ্রাম প্রতিনিধি

চলমান বন্যা পরিস্থিতিতে কুড়িগ্রামে ২৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠান পানিবন্দী হয়ে পড়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪০টিতে পাঠদান বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা ও জেলা শিক্ষা অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। 

প্রাথমিক শিক্ষা অফিসের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, চলমান বন্যা পরিস্থিতিতে ১৪৬টি প্রাথমিক বিদ্যালয় পানিবন্দী হয়েছে। এর মধ্যে ৩৭টিতে শ্রেণি পাঠদান বন্ধ রাখা হয়েছে। দুটি বিদ্যালয় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। 

জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, মাধ্যমিক পর্যায়ের ১০৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি পাঠদান বন্ধ রাখা হয়েছে। এর মধ্যে বেসরকারি মাধ্যমিক স্কুল ৭১টি এবং মাদ্রাসা ৩২টি। চিলমারী ও রাজিবপুরে তিনটি বিদ্যালয় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ ছাড়া রৌমারী ও রাজিবপুর এলাকায় ৬টি কলেজ পানিবন্দী হওয়ায় সেগুলোতে শ্রেণি পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। 

এদিকে দেশজুড়ে একযোগে শুরু হওয়া মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ষাণ্মাসিক পরীক্ষা বন্যা কবলিত মাধ্যমিক স্কুলে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত মাধ্যমিক বিদ্যালয়েও পরীক্ষা স্থগিত থাকবে বলে শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে। 

জেলা শিক্ষা অফিসার শামসুল আলম বলেন, ‘বন্যা এবং আশ্রয়কেন্দ্র খোলার কারণে শ্রেণি পাঠদান বন্ধ রাখা মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়গুলোতে ষাণ্মাসিক পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। ওই সব বিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি পরবর্তীতে জানানো হবে।’

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

দিনাজপুরের সাবেক এমপি রেজিনা ইসলাম মারা গেছেন

সেকশন