Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

রাস্তার পাশে দাঁড়ানো রিকশাভ্যানের সারিতে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২ 

দিনাজপুর প্রতিনিধি

রাস্তার পাশে দাঁড়ানো রিকশাভ্যানের সারিতে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২ 

দিনাজপুরের ঘোড়াঘাটে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা ১০-১২টি রিকশাভ্যানকে ধাক্কা দিলে দুজন নিহত হন। আজ সোমবার সকাল ৭টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ বাজারের মাছ হাটের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেন। 

দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান একজন বৃদ্ধ। এ সময় আহত হন আরও চারজন। তাঁদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ করার পাশাপাশি এর চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

নিহত দুজন হলেন রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর চতরা গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে আব্দুল গোফ্ফার (৬৮) এবং দিনাজপুরের বিরামপুর উপজেলার কোচগ্রামের ওমর আলীর ছেলে আনোয়ার হোসেন (৫০)। 

আটক কাভার্ড ভ্যানের চালক দিনাজপুর সদর উপজেলার রামনগর গ্রামের শেখ ওসমানের ছেলে সিদ্দিক মিয়া (৫০)। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার সকালে কাভার্ড ভ্যানটি দিনাজপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রাকটি ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ বাজারে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা কয়েকটি ভ্যানের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। আহত হন আরও চারজন। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ফায়ার সার্ভিস সদস্যরা। তাঁদের একজন সেখানে মারা যান।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘গাড়িটি আমাদের হেফাজতে আছে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় সড়ক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।’

খানসামায় বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও

বিএনপির নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ

হাবিপ্রবিতে ৫ কর্মকর্তা-শিক্ষার্থীকে পুলিশে দিলেন বৈষম্যবিরোধীরা

মধ‍্যরাতের সংবাদ সম্মেলনই বলে দেয় অবস্থা কতটা ভয়াবহ: দুদু

রংপুরে হেজবুত তাওহীদ ও স্থানীয় জনতার সংঘর্ষ-আগুন, নেতৃত্বে আ. লীগ নেতা

স্কুল থেকে বিদায়ের আগের দিনেই চিরবিদায়

বৃদ্ধাকে এসিড নিক্ষেপের অভিযোগ, পুলিশ বলছে ‘সন্দেহজনক’

২০০ বছরের মাঠ কেটে পুকুর, উজাড় গাছও

সৈয়দপুরে তেলবাহী গাড়ির ধাক্কায় নিহত ১

ডিজিটাল বোর্ডে উঠল ‘হাসিনাকে আবার দেশে দেখতে চাই’