Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

লালমনিরহাটে ট্রেনের বগি লাইনচ্যুত, ৪ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে ট্রেনের বগি লাইনচ্যুত, ৪ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ

দিনাজপুরের পার্বতীপুর থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী লালমণি কমিউটার-থ্রি লোকাল ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সারা দেশের সঙ্গে লালমনিরহাটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়। উদ্ধারকাজ শেষে আজ বৃহস্পতিবার বিকেলে পাঁচটার দিকে আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে আজ বেলা ১টা ১০ মিনিটের দিকে লালমনিরহাট–রংপুর রেলরুটের মহেন্দ্রনগর স্টেশন এলাকায় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। পরে উদ্ধারকারী দল চার ঘণ্টা উদ্ধারকাজ করার পর রেল চলাচল স্বাভাবিক হয়।

যাত্রী ও রেলওয়ে সূত্র জানায়, আজ বেলা ১১টার দিকে দিনাজপুরের পার্বতীপুর থেকে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা শুরু করে কমিউটার-থ্রি লোকাল লালমণি কমিউটার ট্রেন। ট্রেনটি তিস্তা স্টেশন অতিক্রম করে বেলা ১টা ১০ মিনিটের দিকে মহেন্দ্রনগর স্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনটির শেষের বগিটি লাইনচ্যুত হয়। এতে কেউ হতাহত না হলেও ট্রেনের একটি বগির দরজা জানালা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনার পর থেকে রেলওয়ের বিভাগীয় শহর লালমনিরহাটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। খবর পেয়ে রেলওয়ে সংশ্লিষ্ট দপ্তরের লোকবল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে চার ঘণ্টা উদ্ধারকাজ শেষে বিকেলে পাঁচটায় রেল চলাচল স্বাভাবিক হয়।

লালমনিরহাট রেলস্টেশন মাস্টার জামিল উদ্দিন আহমেদ বলেন, লালমণি কমিউটার-থ্রি লোকাল ট্রেনটি মহেন্দ্রনগর স্টেশনের কাছাকাছি এলে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়।

এদিকে উদ্ধারকাজে নিয়োজিত থাকা লালমনিরহাট রেলওয়ের সহকারী পরিবহন অফিসার ফারুকুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনায় ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। পরে উদ্ধারকাজ সম্পন্ন করা হয়। বিকেল পাঁচটায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় আমাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটির করা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দেওয়া হবে।’

শক দিয়ে মাছ শিকার জলজ প্রাণীর ক্ষতি

তিস্তায় বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার, বিপাকে জেলেরা

সেই মেলার মাঠে পুকুর খনন বন্ধ করলেন ইউএনও

কলেজের অনুষ্ঠানে সাবেক অধ্যক্ষ আওয়ামী লীগ নেতাকে আমন্ত্রণ জানানোয় খাবার বর্জন

উলিপুরে ছাত্রদের ওপর হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

১৮ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

মাদকসেবী আটক করায় পুলিশের ওপর চড়াও কারবারিরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতার চাঁদা দাবি, কথোপকথন ভাইরাল

চার মাসেও ভাতা ফেরত পাননি ২৭০ প্রতিবন্ধী

ফুলবাড়ী সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক