লালমনিরহাটের পাটগ্রামে এক ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকে বাড়িতে নির্ভয়ে থাকার আশ্বাস দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ইউনিয়ন বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে চাঁদা দাবির অডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফাঁস হয়। এ ঘটনায় গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) উপজেলা বিএনপির পক্ষ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
অডিওতে শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সহকোষাধ্যক্ষ আরিফ হাসান জজকে আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য কমিজ উদ্দিনের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করতে শোনা যায়। ওই অডিওতে আরিফ বলেন, ‘আপনার বাড়িতে বউ-বাচ্চা নিয়ে নির্ভয়ে থাকতে হলে ১০ লাখ টাকা দিতে হবে। আমি এমনভাবে কাজ করব যে আপনার বাড়িতে কেউ গেলে ১০ মিনিটের মধ্যে পুলিশ চলে আসবে এবং কোনো হামলা হবে না।’
ফাঁস হওয়া অডিওতে আরিফ হাসান জজ কমিজ উদ্দিনের কাছে চাঁদার বিনিময়ে নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি জানান, চাঁদার ১০ লাখ টাকার মধ্যে ১ লাখ টাকা তিনি নিজে রাখবেন এবং বাকি ৯ লাখ টাকায় ইউনিয়ন ও থানা পর্যায়ের নেতাদের ম্যানেজ করবেন। তিনি আরও বলেন, ‘আমি দলের নেতাদের বলে দেব, কেউ আপনার বাড়িতে গেলে তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে।’
অডিওটি ফাঁস হওয়ার পর শুক্রবার (৩ জানুয়ারি) উপজেলা বিএনপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে আরিফ হাসান জজকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়।
বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, ‘আওয়ামী লীগ নেতা কমিজ উদ্দিনের সঙ্গে অবৈধ টাকা লেনদেনের কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে মারাত্মকভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। ৫ আগস্টের পর বিভিন্ন উসকানিমূলক কথা, চাঁদাবাজি, ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের মতো নানা ধরনের কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন। এসব অভিযোগে শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সহকোষাধ্যক্ষ পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হলো।’
এ বিষয়ে আওয়ামী লীগ নেতা কমিজ উদ্দিন এবং বহিষ্কৃত বিএনপি নেতা আরিফ হাসান জজের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও বন্ধ পাওয়া যায়।
উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল করিম প্রধান আজকের পত্রিকাকে বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে অবৈধ টাকা লেনদেনের অডিও ভাইরাল হয়েছে। এ কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আরিফ হাসান জজকে বহিষ্কার করা হয়েছে।’