ঠাকুরগাঁওয়ে পর্নো ভিডিও তৈরি ও প্রতারণার অভিযোগে চারজনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার দুপুরে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে করা মামলায় আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।
গতকাল রোববার রাতে শহরের হাজীপাড়া মহল্লার একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় ২৯টি ল্যাপটপ জব্দ করা হয়েছে। আটক চারজন হলেন, রুহিয়া থানার ঝাড়গাঁও এলাকার ওমর ফারুক, ঘনিবিষ্টপুর গ্রামের আরিফুল ইসলাম, সেনিহারি এলাকার মেহেদি হাসান ও নওগাঁর পত্নীতলা উপজেলার মোবারকপুরের তৌহিদ রেজা।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে পর্নোগ্রাফি তৈরির কাজে ব্যবহৃত ২৯ ল্যাপটপ জব্দ করা হয়। অধিকতর তদন্তের জন্য ল্যাপটপগুলো খতিয়ে দেখা হচ্ছে।’