রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুলিদ নদে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার উপজেলার লেহেম্বা ইউনিয়নের খঞ্জনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে খঞ্জনা গ্রামের ইব্রাহিমের কন্যা ইয়াসমিন (১০) ও দিনাজপুর সদর উপজেলার ইউসুফ আলীর কন্যা তসলিমা খাতুন (৮)। তসলিমা গতকাল শনিবার নানাবাড়িতে বেড়াতে এসেছিল।
জানা গেছে, উপজেলার লেহেম্বা ইউনিয়নের খঞ্জনা এলাকা দিয়ে বয়ে যাওয়া কুলিক নদে গোসলে নেমে পানিতে তলিয়ে যায় দুই শিশু। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।