কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় মহাসড়কে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় ব্যক্তির (৪০) ছিন্ন-বিচ্ছিন্ন লাশ। আজ শনিবার সকালে উপজেলার কুর্শা ইউনিয়নের মীরবাগ বিজলের ঘুণ্টি এলাকায় রংপুর-কুড়িগ্ৰাম মহাসড়ক থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শরিফ আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ শনিবার সকালে রংপুর-কুড়িগ্ৰাম মহাসড়কে অজ্ঞাতপরিচয় এক যুবকের ছিন্ন-বিচ্ছিন্ন লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহত যুবকের শরীর ছিন্ন-বিচ্ছিন্নসহ আঙুলের ছাপ অস্পষ্ট হওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। সিআইডির ক্রাইম সিন আলামত সংগ্রহ করেছে।
ওসি আরও বলেন, স্থানীয় লোকজনের ভাষ্যমতে নিহত যুবক পাগল ছিলেন। ভোরে রংপুর-কুড়িগ্ৰাম মহাসড়ক পারাপার হওয়ার সময় গাড়িচাপায় ঘটনাস্থলেই তিনি মারা গেছেন। পরে তাঁর লাশের ওপর দিয়ে বেশ কয়েকটি গাড়ি যাওয়ায় শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।