Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

রংপুর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি স্বাধীন গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি

রংপুর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি স্বাধীন গ্রেপ্তার
রংপুর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিউর রহমান স্বাধীন। ছবি: আজকের পত্রিকা

রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে করা হত্যাচেষ্টার মামলায় মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিউর রহমান স্বাধীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

স্বাধীনকে গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে নগরীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।

অভিযোগ রয়েছে, স্বাধীন ছাত্ররাজনীতিতে যুক্ত থাকা অবস্থায় অনিয়ম করে সহকারী স্টেশনমাস্টার পদে চাকরিতে ঢোকেন। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে আহত নগরীর গণেশপুরের বাসিন্দা আবু সাঈদের করা হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ছাত্র আন্দোলন চলাকালে ১৯ জুলাই নগরীর টাউন হল এলাকা থেকে একটি মিছিল কাচারীবাজারের দিকে যাওয়ার সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা লাঠিসোঁটা দিয়ে হামলা ও গুলি ছুড়তে থাকেন। হামলায় আহত হন অনেকে। গুলিবিদ্ধ হন আবু সাঈদ। এ ঘটনায় তিনি ৭ নভেম্বর ৬৫ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টার মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়।

কোতোয়ালি থানার ওসি আতাউর বলেন, ‘স্বাধীন হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে তিনি পালিয়ে ছিলেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

কুড়িগ্রামে ধরলা নদীতে মিলল যুবকের লাশ

লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে দিনাজপুরে ঈদের নামাজ অনুষ্ঠিত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে গাইবান্ধায় ঈদ উদ্‌যাপন

এক টাকায় ঈদবাজার পেল ২৫০ পরিবার

ফুলবাড়ীতে পত্রিকা বিক্রেতাদের মধ্যে ঈদ উপহার বিতরণ

সীমান্তে বাংলাদেশিদের মাছ চুরি ভারতীয়দের, মারামারিতে আহত ৩

গাইবান্ধায় ট্রাক্টর-পিকআপ সংঘর্ষে নিহত ১

অসহায় দাবি করে পরিবারে আশ্রয়, ৪ শিশু নিয়ে নারীর পালানোর চেষ্টা

ওষুধ সরবরাহ ৪ মাস বন্ধ, চিকিৎসা ব্যাহত

বদ্ধ ঘরে ফ্যানের সঙ্গে ঝুলছিলেন মা, কাঁদছিল শিশু