নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে বালুবোঝাই ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পূর্ণিমা রায় (২৫) নামে একজন নারী শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সোয়া ৬টায় নীলফামারী-সৈয়দপুর সড়কের দারোয়ানী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পূর্ণিমা রায় সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের ছোট এলোংমারী গ্রামের মানিক রায়ের স্ত্রী।
পুলিশ জানায়, স্বামীর মোটরসাইকেলে বসে উত্তরা ইপিজেডের কর্মস্থলে যাচ্ছিলেন পূর্ণিমা রায়। সকাল সোয়া ৬টার দিকে জেলা সদরের দারোয়ানী বাজারে পৌঁছালে পেছন দিক থেকে বালু বোঝাই ডাম্প ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় পূর্ণিমা রায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।
এ সময় বিক্ষুব্ধ জনতা ট্রাকের চালক শাহীন আলমকে (২৪) আটক করে পুলিশে সোপর্দ করেন। তাঁর বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের দেবিগঞ্জ এলাকার চৌধুরীপাড়ায়।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং আটক চালকের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।