Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

পীরগাছায় সরকারি প্রকল্পের মাটি ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, খালাতো ভাই নিহত

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

পীরগাছায় সরকারি প্রকল্পের মাটি ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, খালাতো ভাই নিহত

রংপুরের পীরগাছায় ব্রিজ নির্মাণকাজের মাটি নেওয়াকে কেন্দ্র করে স্বজনদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সেই সঙ্গে আরও ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতেরা পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

পুলিশ বলছে, হত্যার সঙ্গে জড়িতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। 

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তি হলেন—রবিউল ইসলাম (৪৫)। তিনি তাম্বুলপুর-পীরগাছা সড়কের শেখপাড়া গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে। 

থানা-পুলিশ ও নিহতের ছোট ভাই রফিকুল ইসলাম জানান, রবিউল ইসলামের বাড়ি সংলগ্ন একটি ব্রিজ নির্মাণের জন্য মাটি খনন করা হয়। আর এতে রবিউল ইসলামের বাড়িতে ফাটল দেখা দেয়। এ নিয়ে ঠিকাদার আব্দুস সালাম কেটে রাখা মাটি রবিউলকে নিয়ে যেতে বলেন এবং ঘর ঠিক করতে বলেন। আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ৮টায় রবিউল ইসলাম মাটি নিতে গেলে তারই খালাতো ভাই ওই গ্রামের ছোলেমান আলীর ছেলে শফিকুল ইসলাম (৪৩) তাঁকে বাঁধা দেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে শফিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে বৈদ্যুতিক কাজে ব্যবহৃত মাত্তুল দিয়ে রবিউলের বুকে একাধিক আঘাত করেন। এ সময় রবিউল মাটিতে লুটিয়ে পড়লে তাঁকে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় তাঁর স্বজনেরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় শফিকুল ও তাঁর বোন ওলেমা বেগমসহ (২৮) তিনজনকে আহত অবস্থায় পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

তাম্বুলপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত বিট কর্মকর্তা ও পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঠিকাদার রবিউল ইসলামকে মাটি নিয়ে যেতে বললে সে আজ সকালে মাটি নিতে যায়। এ সময় শফিকুল ইসলাম নিজেও মাটি নেবে বলে রবিউল ইসলামকে বাঁধা দেয়। এ নিয়ে দুই ভাইয়ের মাঝে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাঁধে বলে জেনেছি।’

এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হাসপাতালে ৩ জনকে নজরদারিতে রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই প্লাটুন অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’ 

নীলফামারীর সাবেক এমপি আফতাব উদ্দিন রংপুরে গ্রেপ্তার

তিস্তায় হাঁটুপানি, বেকার ৪ হাজার জেলে-মাঝি

সরকারি অ্যাম্বুলেন্স সংকট, রোগী জিম্মি বেসরকারিতে

দিনাজপুরে নেসকোর গুদামঘরে আগুন, পুড়ল ১ ঘণ্টা ধরে

লালমনিরহাটে নারীর মাথাবিহীন লাশ উদ্ধার

ঠাকুরগাঁও কারাগারে দেখা করতে আসা স্বজনদের ভোগান্তি

বিস্ফোরক মামলায় ‘জয় বাংলা’ কারাগারে

গঙ্গাচড়ায় জাল টাকা দিয়ে বাজার করতে গিয়ে নারী আটক

কৃষকের জমি দখল করে আ.লীগ নেতার চাতাল

রংপুরে অস্ত্রসহ যুবলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার