নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটের ফলাফল ঘোষণার সময় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
হামলায় মিলনায়তনে চেয়ার-টেবিল, দরজা-জানালাসহ আসবাব ব্যাপক ভাঙচুর করা হয়। এ সময় মিলনায়তনে উপস্থিত নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা, প্রার্থীসহ সাংবাদিকেরা ভেতরে আটকা পড়েন বলে জানা গেছে।
আজ প্রথম ধাপে ডোমার উপজেলা নির্বাচনে এ মিলনায়তন ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল। বিস্তারিত আসছে...