Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

মেয়ে পরীক্ষার্থী, কেন্দ্রে দায়িত্বে বাবা!

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

মেয়ে পরীক্ষার্থী, কেন্দ্রে দায়িত্বে বাবা!

নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে সহকারী সচিবের দায়িত্ব পালন করে পরীক্ষার্থী মেয়েকে সহায়তা দেওয়ার অভিযোগ উঠেছে রংপুরের বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চবিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। গত ৮ ডিসেম্বর নবম শ্রেণির ভোকেশনাল বিষয়ে পরীক্ষার দিন এ ঘটনা ঘটে বলে অন্য পরীক্ষার্থীদের অভিভাবকরা অভিযোগ করেছেন।

অভিযোগের মুখে থাকা সহকারী শিক্ষক আতিকুর রহমান বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চবিদ্যালয়ের ভোকেশনালের শিক্ষক। এই বিষয়ে পরীক্ষার দিনই তিনি কেন্দ্রে সহকারী সচিবের দায়িত্ব পালন করেন। আর ওই কেন্দ্রে তার মেয়েও পরীক্ষা দেয়।

নামপ্রকাশ না করা শর্তে এক অভিভাবক আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মেয়ের মুখ থেকে শুনেছি, ওই শিক্ষক তাঁর মেয়েকে পরীক্ষার হলে বিভিন্নভাবে সহযোগিতা করছেন। মেয়ে পরীক্ষা দিলে বাবা কীভাবে কেন্দ্রে দায়িত্ব পান?’ 

বিধি অনুযায়ী, সন্তান, ভাই বোনসহ নিকটাত্মীয় পরীক্ষায় অংশ নিলে সেই কেন্দ্রে সংশ্লিষ্ট শিক্ষক কোনো দায়িত্ব পালন তো করতে পারেনই না, পরীক্ষা চলাকালীন কেন্দ্রে প্রবেশও করতে পারবে না। 

কিন্তু বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নুল হক ‘নিয়ম ভেঙে’ আতিকুরকে কেন্দ্রের সহকারী সচিবের দায়িত্ব দেন বলে দুজন শিক্ষক অভিযোগ করেছেন। 

নিয়মবহির্ভূতভাবে পরীক্ষাকেন্দ্রে সহকারী সচিবের দায়িত্ব পালনের বিষয়ে জানতে চাইলে আতিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়ে পরীক্ষা দিলে আমি দায়িত্ব পালন করতে পারব না- বিষয়টি জানতাম না।’

মেয়ে পরীক্ষায় অংশ নেওয়ার বিষয়ে কর্তৃপক্ষ জানে কিনা জানতে চাইলে ওই শিক্ষক বলেন, ‘আমার মেয়ে অন্য স্কুল থেকে অংশ নিয়েছে, কর্তৃপক্ষ জানবে কীভাবে?’

এ ব্যাপারে বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব ময়নুল হক সরকার বলেন, ‘ওই শিক্ষক (আতিকুর) তো সরাসরি দায়িত্ব পালন করছেন না। প্রথম দিন দায়িত্ব পালন করার পর জানতে পারি তাঁর মেয়ে পরীক্ষা দিচ্ছে। এ কারণে পরদিন তাঁকে বাদ দেওয়া হয়। এরপর তাঁকে স্কুলে না আসতেও নিষেধ করা হয়।’ 

এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদ বলেন, মেয়ে পরীক্ষা দিলে সেই কেন্দ্রে বাবা দায়িত্ব পালন করতে পারেন না। এমন অনিয়ম ঘটলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রোকন গ্রেপ্তার

দুটি ড্যামই অকার্যকর সেচের খরচ দ্বিগুণ

হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আফতাব উদ্দিন

নিরাপত্তা চেয়ে ঠাকুরগাঁও ইউএনও কার্যালয়ে অবস্থান

নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ

অপরাধী পুলিশ সদস্যদের বিচার করে বাহিনীর গৌরব ফেরানো হবে: আইজিপি

সৈয়দপুরে সেনাবাহিনীর সহায়তায় ফুটপাত দখলমুক্ত

বিএনপির নতুন কমিটির সমালোচনা করে আহ্বায়কের মার খেলেন কৃষক দলের নেতা

নীলফামারীর সাবেক এমপি আফতাব উদ্দিন রংপুরে গ্রেপ্তার

তিস্তায় হাঁটুপানি, বেকার ৪ হাজার জেলে-মাঝি