গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুই সিএনজি অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তাঁর নাম ছামাদ মিয়া (৫৫)। তিনি ওই সিএনজি অটোরিকশা চালক। এতে আহত হয়েছেন তিন যাত্রী।
সোমবার (২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার নাকাই হাট-গোবিন্দগঞ্জ সড়কের চাঁদপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাত্তার মিয়া গোবিন্দগঞ্জে হরিরামপুর ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামের মৃত ছিদ্দিক মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, ঘটনাস্থলেই চালক ছামাদ মিয়া নিহত হন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছে স্বজনেরা।