হোম > সারা দেশ > রংপুর

দিনাজপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা

দিনাজপুর প্রতিনিধি

আবু ইবনে রজ্জব। ছবি: সংগৃহীত

দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আবু ইবনে রজ্জবের বিরুদ্ধে মামলা করেছে (দুর্নীতি দমন কমিশন) দুদক। আজ বৃহস্পতিবার সকালে দুদকের সহকারী পরিচালক মো. নূর আলম বাদী হয়ে এই মামলা করেন।

কমিশনে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সম্পদ বিবরণী দাখিল করে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন এবং ভোগ দখলে রাখার অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে।

দুদক দিনাজপুর জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, মেসার্স রূপ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইমাম আবু জাফর রজ্জব দিনাজপুর কমিশনে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সম্পদ বিবরণী দাখিল করে ৪৯ লাখ ১৮ হাজার ৭০৬ টাকার সম্পদ গোপন করেছেন। এ ছাড়া জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৫ কোটি ৪৩ লাখ ৪১ হাজার ৯৮৭ টাকার সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন। দুদকের প্রধান কার্যালয়ের অনুমোদন সাপেক্ষে আবু ইবনে রজ্জবের সংগৃহীত রেকর্ডপত্র এবং সংশ্লিষ্টদের বক্তব্য পর্যালোচনায় এসব অভিযোগ প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হওয়ায় মামলা করা হয়।

এ বিষয়ে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন বলেন, তাঁর বিরুদ্ধে কমিশনে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সম্পদ বিবরণী দাখিল করে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক তা দখলে রাখার অভিযোগের সত্যতা পাওয়ায় আইন মোতাবেক মামলা করা হয়েছে।

স্বপ্ন অনিশ্চিত মাজেদুলের

৯ হাজার বিনা মূল্যে বই জব্দ: তিন সদস্যের তদন্ত কমিটি

পরীক্ষা না দিয়ে পাস ছাত্রলীগ নেত্রী, এবার শিক্ষককে অব্যাহতি

মধ্যপন্থী রাজনৈতিক দল গড়বে বৈষম্যবিরোধীরা, ঘোষণা ফেব্রুয়ারিতে: আখতার

পরীক্ষা না দিয়ে পাস করলেন ছাত্রলীগ নেত্রী ঐশী

বীরগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুরে ‘বৃষ্টির মতো’ ঝরছে কুয়াশা, হাড়কাঁপানো শীতে নাকাল জনজীবন

নীলফামারীতে বিদ্যালয়ের ইট চুরি করতে গিয়ে ধরা পড়লেন আওয়ামী লীগ নেতা

কুড়িগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলা থেকে মাহমুদুর রহমানকে অব্যাহতি

কারাবন্দী স্বামীর হত্যার হুমকিতে তটস্থ সাথী হিজড়া

সেকশন