হোম > সারা দেশ > রংপুর

ভাতিজার ছুরিকাঘাতে আহত চাচার মৃত্যু

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে আহত চাচা ময়নাল হক (৫২) নিহত হয়েছেন। আজ শুক্রবার রংপুরের বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত ময়নাল হক উপজেলার হারাগাছ পৌরসভার সারাই বাবুখা গ্ৰামের আ. রহমান টাৎক্ত শেখের ছেলে।

মামলার বরাত দিয়ে হারাগাছ থানার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কমল মোহন্ত জানান, বাবুখা গ্রামে একই এলাকায় থাকেন ময়নাল হক ও তাঁর ছোট ভাই মো. ইউনুছ আলী। ইউনুছ তাঁর বড় ভাই ময়নালের কাছে টাকা পায়। গত ৯ মার্চ সকালে বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে ময়নাল বাড়িতে চলে যান। এর জেরে দুপুরে ইউনুছ আলী ও তাঁর দুই ছেলে ইয়াসিন মিয়া, পারভেজ মিয়া ময়নালের ওপর হামলা চালান। একপর্যায়ে ইয়াসিন ধারালো ছুরি দিয়ে ময়নালের মাথায় আঘাত করে।

এসআই বলেন, গুরুতর আহত অবস্থায় ময়নালকে প্রথমে হারাগাছ হাসপাতালে নেওয়া হয়। পরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে বেসরকারি প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে আজ সকাল সোয়া ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

উপপরিদর্শক এসআই কমল মোহন্ত বলেন, এ ঘটনায় ১১ মার্চ ময়নালের ছেলে বাদী হয়ে ছোট চাচা, চাচি ও দুই চাচাতো ভাইসহ চারজনের নাম উল্লেখ করে হারাগাছ থানায় হত্যা চেষ্টা মামলা করেন। মামলা দায়ের পর পরই ওই দিন অভিযান চালিয়ে অভিযুক্ত তিন নম্বর আসামি পারভেজকে গ্রেপ্তার করা হয়।

মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানায় হত্যা মামলা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

কারাবন্দী স্বামীর হত্যার হুমকিতে তটস্থ সাথী হিজড়া

মাঘের শুরু হতেই শীতে বিপর্যস্ত দিনাজপুরবাসীর জনজীবন

হিলিতে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মেডিকেলে সুযোগ পেলেও মুখ মলিন

গাইবান্ধায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

বড়পুকুরিয়া কয়লাখনিতে অগ্নিকাণ্ডে ১ জনের মৃত্যু

দাফনের ৫ মাস পর যুবকের লাশ উত্তোলন

এ বছরেও মেডিকেলে ভর্তির সুযোগ পেল সৈয়দপুর বিজ্ঞান কলেজের ৫৩ শিক্ষার্থী

ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক এমপি কাদের খান মারা গেছেন

পঞ্চগড়ে আবারও তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে

সেকশন