বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে নারিকেল আমদানি করা হয়েছে। গত তিন দিনে এ বন্দর দিয়ে এসেছে ১৫০ টন নারিকেল।
গত বৃহস্পতিবার বিকেলে এ বন্দর দিয়ে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ু থেকে ভারতীয় দুটি ট্রাকে ৫০ টন নারিকেল আমদানি করা হয়। প্রতি টন নারিকেলের আমদানি মূল্য পড়েছে ৩০০ মার্কিন ডলার।
গতকাল শনিবার ও আজ রোববার দুপুরে হিলি স্থলবন্দর দিয়ে আরও চারটি ট্রাকে ১০০ টন নারিকেল আমদানি করা হয়েছে। এসব নারিকেল আমদানিতে খরচ পড়ছে কেজি প্রতি ১০ টাকা ৯৫ পয়সা, সঙ্গে অন্যান্য খরচসহ কেজিতে খরচ পড়ছে ১৩ টাকা। হিলি স্থলবন্দরের মেসার্স নাসাত ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান এসব নারিকেল আমদানি করেছে।
নারিকেল আমদানিকারক নুর ইসলাম বলেন, বাংলাদেশে ব্যাপক চাহিদা থাকায় ভারতের তামিলনাড়ু থেকে প্রথম দিনে ভারতীয় দুটি ট্রাকে ৫০ টন এবং গতকাল ও আজ চারটি ট্রাকে ১০০ টন নারিকেল আমদানি করা হয়েছে।