Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

আন্তর্জাতিক নারী দিবসে পুরুষদের রান্না প্রতিযোগিতা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

আন্তর্জাতিক নারী দিবসে পুরুষদের রান্না প্রতিযোগিতা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পুরুষদের রান্না প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় উপজেলার মরানদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে এ আয়োজন করা হয়।

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহযোগিতায় স্থানীয় বেসরকারি সংগঠন মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে। পুরুষ শাসিত সমাজে তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং নারীর মর্যাদা রক্ষায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ব্যতিক্রম এ আয়োজন দেখতে পাঁচ গ্রামের হাজারো নারী-পুরুষের ঢল নামে। নারী দিবসের অনুষ্ঠানে ব্যতিক্রম এই আয়োজনকে ধন্যবাদ জানিয়ে বিচারক ও অতিথি এবং অংশ গ্রহণকারী পুরুষেরা তাঁদের অনুভূতি প্রকাশ করেন।

প্রতিযোগিতায় সাতজন পুরুষ প্রতিযোগী অংশ নেন। কারও কোনো সাহায্য ছাড়াই তাঁদের প্রত্যেকে একটি করে মুরগি রান্না করেন। এ সময় নারীরা বিচারকের দায়িত্ব পালন করেন। পরে বিজয়ী তিন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।

উপজেলা সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের মাসুদ রানা বলেন, ‘জীবনে কখনো রান্না করিনি। এই প্রতিযোগিতায় এসে রান্না করে ভালোই লাগল।’

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পুরুষদের রান্না প্রতিযোগিতা।আরেক প্রতিযোগী রোশন শিমুলবাড়ি গ্রামের লাল মিয়া বলেন, ‘রান্না কেমন হয়েছে জানি না। তবে চেষ্টা করেছি।’

বিজয়ী রামপ্রসাদ গ্রামের সহিদুল ইসলাম বলেন, ‘বিজয় বড় কথা নয়। প্রতিযোগিতায় অংশ নিতে পেরে ভালো লাগছে।’

আয়োজকদের একজন রাধারানী রায় বলেন, পুরুষ ও নারীর যে বৈষম্য, সেটি দূর করার জন্য আন্তর্জাতিক নারী দিবসে এ ধরনের আয়োজন করা হয়েছে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পুরুষদের রান্না প্রতিযোগিতা।এ ধরনের ব্যতিক্রম অনুষ্ঠান আয়োজন করায় আয়োজকদের অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন।

এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, মহিদেব চাইল্ড নট ব্রাইড প্রজেক্ট (মহিদেব) যুব সমাজ সমিতির রাধারানী রায়, কুটিবাড়ী মডার্ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগার আলী, ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আন্জুমান আরা, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি সিএনবি প্রকল্পের আফরোজা হ্যাপি, ফুলবাড়ী যুব মানব সেবা সংগঠনের সভাপতি, শারমিন আক্তার, সাধারণ সম্পাদক জাহিদ হাসান নয়ন।

খানসামায় বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও

বিএনপির নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ

হাবিপ্রবিতে ৫ কর্মকর্তা-শিক্ষার্থীকে পুলিশে দিলেন বৈষম্যবিরোধীরা

মধ‍্যরাতের সংবাদ সম্মেলনই বলে দেয় অবস্থা কতটা ভয়াবহ: দুদু

রংপুরে হেজবুত তাওহীদ ও স্থানীয় জনতার সংঘর্ষ-আগুন, নেতৃত্বে আ. লীগ নেতা

স্কুল থেকে বিদায়ের আগের দিনেই চিরবিদায়

বৃদ্ধাকে এসিড নিক্ষেপের অভিযোগ, পুলিশ বলছে ‘সন্দেহজনক’

২০০ বছরের মাঠ কেটে পুকুর, উজাড় গাছও

সৈয়দপুরে তেলবাহী গাড়ির ধাক্কায় নিহত ১

ডিজিটাল বোর্ডে উঠল ‘হাসিনাকে আবার দেশে দেখতে চাই’