Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

সাড়ে ১৩ ঘণ্টা পর দিনাজপুরের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ চালু

দিনাজপুর প্রতিনিধি

সাড়ে ১৩ ঘণ্টা পর দিনাজপুরের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ চালু

সাড়ে ১৩ ঘণ্টা বন্ধ থাকার পর সারা দেশের সঙ্গে দিনাজপুরের রেল যোগাযোগ চালু হয়েছে। আজ সন্ধ্যা পৌনে ৬টায় পর থেকে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে ভোর সোয়া ৪টা থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পর থেকে বন্ধ হয়ে যায় দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। 

এদিকে দুর্ঘটনা তদন্তে লালমনিরহাট রেলওয়ের ডিভিশনাল ট্রাফিক সুপার খালেদুন নেসাকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই সঙ্গে কর্তব্য অবহেলার দায়ে গেটম্যান মনিরুজ্জামানকে বরখাস্ত করা হয়েছে। ঘটনার পর থেকে মনিরুজ্জামান পলাতক। 

এর আগে দিনাজপুরের পার্বতীপুরে বালুবোঝাই ড্রাম ট্রাকের সঙ্গে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। এতে ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে সারা দেশের সঙ্গে দিনাজপুরের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার সময় রেলক্রসিংয়ে গেটম্যান ছিলেন না। ট্রেনটি খালি থাকায় বড় প্রাণহানির ঘটনা ঘটেনি। 

রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়ে এই লাইনে চলাচলরত বেশ কয়েকটি ট্রেনের কয়েকশত যাত্রী। দিনাজপুর রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট এবিএম জিয়াউর রহমান জানান, দুর্ঘটনার পর পঞ্চগড় থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে দিনাজপুর রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। লাইন ক্লিয়ার হওয়ায় সেটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। আর ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ও রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি যাত্রীদের হয়রানি কমাতে সমন্বয় করা হয়েছে।

দিনাজপুরে নেসকোর গুদামঘরে আগুন, পুড়ল ১ ঘণ্টা ধরে

লালমনিরহাটে নারীর মাথাবিহীন লাশ উদ্ধার

ঠাকুরগাঁও কারাগারে দেখা করতে আসা স্বজনদের ভোগান্তি

বিস্ফোরক মামলায় ‘জয় বাংলা’ কারাগারে

গঙ্গাচড়ায় জাল টাকা দিয়ে বাজার করতে গিয়ে নারী আটক

কৃষকের জমি দখল করে আ.লীগ নেতার চাতাল

রংপুরে অস্ত্রসহ যুবলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার

ডেভিল হান্ট অভিযানে সৈয়দপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কৃষকের জমিতে আ.লীগ নেতার চাতাল নির্মাণের অভিযোগ

মিঠাপুকুরে যুবকের হামলায় বড় ভাই নিহত