Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

বাবাকে হত্যার হুমকির অভিযোগ ‘জুয়াড়ি’ যুবকের বিরুদ্ধে

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

বাবাকে হত্যার হুমকির অভিযোগ ‘জুয়াড়ি’ যুবকের বিরুদ্ধে

রংপুরের বদরগঞ্জে বাবাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে শরিফুল আলম সুমন (৩৫) নামের এক ‘জুয়াড়ি’ যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মোজাফফর হোসেন (৬০) থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, মোজাফফর হোসেন ধান-চালের ব্যবসা করেন। বাড়ির পাশে তাঁর একটি চালকল রয়েছে। সেটা দেখাশোনার দায়িত্ব দেন ছেলে শরিফুল আলম সুমনকে। কিন্তু প্রায়ই ধান-চাল চুরি করে জুয়া খেলেন সুমন। তাতে ব্যবসায় ধস নামলে মোজাফফর নিজেই ব্যবসার নিয়ন্ত্রণ নেন।

মোজাফফর হোসেন অভিযোগ করে আজকের পত্রিকাকে বলেন, ‘শরিফুল প্রথম দিকে ব্যবসা ভালোভাবেই পরিচালনা করে আসছিল। পরে মোবাইল জুয়ায় আসক্ত হয়ে পড়ে সে। একপর্যায়ে ধান-চাল বিক্রি করে সে জুয়া খেলা শুরু করে। জানতে পেরে কিছুদিন আগে ব্যবসা নিজ হাতে নিই। এরপর শরিফুল বাড়ি থেকে বের হয়ে যায়। কিন্তু প্রায়ই সে ব্যবসাপ্রতিষ্ঠানে এসে টাকা দাবি করে। না পেয়ে ক্ষুব্ধ হয়ে গত বৃহস্পতিবার সে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। নিরুপায় হয়ে থানায় ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করি।’

তবে এ বিষয়ে শরিফুল ইসলাম সুমন দাবি করেন, ‘আমি মোবাইলে জুয়া খেলিনি। তবে মাঝেমধ্যে তাস খেলতাম। আর একটি মেয়ের নেশায় পড়েছিলাম। তাতে আমার কিছু ঋণ হয়ে যায়। এরপর এলাকায় সুদের ওপর টাকা নিয়ে পথে বসেছি। টাকা দাবি বা বাবাকে হুমকি দেওয়ার অভিযোগ সত্য নয়।’

এ বিষয়ে জানতে চাইলে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলের বিরুদ্ধে বাবার লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নীলফামারীর সাবেক এমপি আফতাব উদ্দিন রংপুরে গ্রেপ্তার

তিস্তায় হাঁটুপানি, বেকার ৪ হাজার জেলে-মাঝি

সরকারি অ্যাম্বুলেন্স সংকট, রোগী জিম্মি বেসরকারিতে

দিনাজপুরে নেসকোর গুদামঘরে আগুন, পুড়ল ১ ঘণ্টা ধরে

লালমনিরহাটে নারীর মাথাবিহীন লাশ উদ্ধার

ঠাকুরগাঁও কারাগারে দেখা করতে আসা স্বজনদের ভোগান্তি

বিস্ফোরক মামলায় ‘জয় বাংলা’ কারাগারে

গঙ্গাচড়ায় জাল টাকা দিয়ে বাজার করতে গিয়ে নারী আটক

কৃষকের জমি দখল করে আ.লীগ নেতার চাতাল

রংপুরে অস্ত্রসহ যুবলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার