হোম > সারা দেশ > রংপুর

বাবাকে হত্যার হুমকির অভিযোগ ‘জুয়াড়ি’ যুবকের বিরুদ্ধে

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের বদরগঞ্জে বাবাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে শরিফুল আলম সুমন (৩৫) নামের এক ‘জুয়াড়ি’ যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মোজাফফর হোসেন (৬০) থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, মোজাফফর হোসেন ধান-চালের ব্যবসা করেন। বাড়ির পাশে তাঁর একটি চালকল রয়েছে। সেটা দেখাশোনার দায়িত্ব দেন ছেলে শরিফুল আলম সুমনকে। কিন্তু প্রায়ই ধান-চাল চুরি করে জুয়া খেলেন সুমন। তাতে ব্যবসায় ধস নামলে মোজাফফর নিজেই ব্যবসার নিয়ন্ত্রণ নেন।

মোজাফফর হোসেন অভিযোগ করে আজকের পত্রিকাকে বলেন, ‘শরিফুল প্রথম দিকে ব্যবসা ভালোভাবেই পরিচালনা করে আসছিল। পরে মোবাইল জুয়ায় আসক্ত হয়ে পড়ে সে। একপর্যায়ে ধান-চাল বিক্রি করে সে জুয়া খেলা শুরু করে। জানতে পেরে কিছুদিন আগে ব্যবসা নিজ হাতে নিই। এরপর শরিফুল বাড়ি থেকে বের হয়ে যায়। কিন্তু প্রায়ই সে ব্যবসাপ্রতিষ্ঠানে এসে টাকা দাবি করে। না পেয়ে ক্ষুব্ধ হয়ে গত বৃহস্পতিবার সে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। নিরুপায় হয়ে থানায় ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করি।’

তবে এ বিষয়ে শরিফুল ইসলাম সুমন দাবি করেন, ‘আমি মোবাইলে জুয়া খেলিনি। তবে মাঝেমধ্যে তাস খেলতাম। আর একটি মেয়ের নেশায় পড়েছিলাম। তাতে আমার কিছু ঋণ হয়ে যায়। এরপর এলাকায় সুদের ওপর টাকা নিয়ে পথে বসেছি। টাকা দাবি বা বাবাকে হুমকি দেওয়ার অভিযোগ সত্য নয়।’

এ বিষয়ে জানতে চাইলে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলের বিরুদ্ধে বাবার লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার