হোম > সারা দেশ > রংপুর

নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা আব্দুল আউয়াল। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নাশকতার মামলায় উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আব্দুল আউয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে তাঁর গ্ৰামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে। তিনি উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খোঁচাবাড়ী গ্রামের কছর আলীর ছেলে।

পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন তিনি। বাড়িতে থাকার বিষয়টি নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির বিরোধিতা করে মিছিলে হামলা, বাড়ি ঘর ও স্থাপনায় ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।

এ ঘটনায় তাঁকে অভিযুক্ত করে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ ও ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোজাফফর হোসেন পৃথক দুই মামলা করেন। এসব মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাশকতার দুই মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের ওই নেতাকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

দিনাজপুরের সাবেক এমপি রেজিনা ইসলাম মারা গেছেন

সেকশন