হোম > সারা দেশ > রংপুর

নীলফামারীতে নিত্যপণ্যের দাম ঠিক রাখতে ন্যায্যমূল্যের বাজার চালু

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে ন্যায্যমূল্যের বাজার উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা। ছবি: আজকের পত্রিকা

নীলফামারীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে ন্যায্যমূল্যের বাজার চালু করা হয়েছে। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আজ রোববার দুপুরে এর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারুক আল মাসুদের সভাপতিত্বে বক্তব্য দেন সিভিল সার্জন হাসিবুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উপপরিচালক এস এম আবু বকর সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ তালুকদার প্রমুখ।

আজ রোববার ন্যায্যমূল্যের বাজারে মুলা বিক্রি হয়েছে ৪০ টাকায়। ফুলকপি ৬০, বেগুন ৪০, লাউ প্রতিটি ৩৫, ডিমের হালি ৪৩ টাকা দরে বিক্রি হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারুক আল মাসুদ জানান, কৃষি বিপণন ও জেলা সমবায় দপ্তরের সহযোগিতায় ন্যায্যমূল্যের বাজার পরিচালিত হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, দ্রব্যমূল্যের বাজারদর স্থিতিশীল রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে। সারা দিনই ন্যায্যমূল্যের বাজার খোলা থাকবে। নিত্যপণ্য সংগ্রহ করতে পারবেন ক্রেতারা দিনের যেকোনো সময়। ২৬ জন বিক্রেতা এখানে নিত্যপণ্য বিক্রি করতে পারবেন।

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

সেকশন