Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

বীরগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি 

বীরগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
বীরগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ। ছবি: সংগৃহীত

দিনাজপুরের বীরগঞ্জের ঢাকা-পঞ্চগড় মহাসড়কে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার কবিরাজহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন, মাধব রায় (২৪) ও দীপু রায় (৩০)।

বীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সিরাজ আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বীরগঞ্জ থেকে ঠাকুরগাঁওগামী ট্রাক ও ঠাকুরগাঁও থেকে বীরগঞ্জের উদ্দেশে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক মাধব রায় নিহত হয়। তিনি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার মশালপুর গ্রামের বাসিন্দা শিক্ষক কৌশিক রায়ের ছেলে।

অপর মোটরসাইকেল আরোহী একই এলাকার বাসিন্দা দীপু রায়কে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মহসিন তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অস্ত্রের ছবি পোস্ট করা ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

শক দিয়ে মাছ শিকার জলজ প্রাণীর ক্ষতি

তিস্তায় বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার, বিপাকে জেলেরা

সেই মেলার মাঠে পুকুর খনন বন্ধ করলেন ইউএনও

কলেজের অনুষ্ঠানে সাবেক অধ্যক্ষ আওয়ামী লীগ নেতাকে আমন্ত্রণ জানানোয় খাবার বর্জন

উলিপুরে ছাত্রদের ওপর হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

১৮ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

মাদকসেবী আটক করায় পুলিশের ওপর চড়াও কারবারিরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতার চাঁদা দাবি, কথোপকথন ভাইরাল

চার মাসেও ভাতা ফেরত পাননি ২৭০ প্রতিবন্ধী