Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

রংপুর জেলা আ.লীগ সভাপতি মমতাজকে সাময়িক অব্যাহতি

শিপুল ইসলাম, রংপুর

রংপুর জেলা আ.লীগ সভাপতি মমতাজকে সাময়িক অব্যাহতি

রংপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকাসহ বিভিন্ন অভিযোগ এনে তাঁকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না, তা ১৫ দিনের মধ্যে জানাতে কারণ দর্শানোর নোটিশ দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের বিশেষ সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় নেতাদের পরামর্শে করা এ সভায় জেলা কমিটির ৭৫ সদস্যের মধ্যে ৫৩ জন উপস্থিত হয়ে এই সিদ্ধান্ত নেন।

খোঁজ নিয়ে জানা গেছে, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি একক প্রার্থী নিয়ে মাঠে থাকলেও আওয়ামী লীগ কাকে টিকিট দেবে তা এখনো চূড়ান্ত করতে পারেনি। এরই মধ্যে দলের জেলা কমিটিতে দ্বন্দ্ব দেখা দিয়েছে।

জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘জেলা কমিটির ৫৩ জন সদস্য সভাপতি মমতাজ উদ্দিনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলে কেন্দ্রীয় নেতাদের কাছে চিঠি দেন। চিঠিতে উল্লেখ করা অভিযোগের মধ্যে আছে—সভাপতি হিসেবে প্রতি মাসে কার্যনির্বাহী কমিটির সভা আহ্বানের দায়িত্ব থাকলেও গত ১৪ মাসে কোনো সভা না ডাকা, পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধিতা, ইউনিয়ন পরিষদ নির্বাচনে অন্য দলের প্রার্থীকে মনোনয়ন দেওয়া, দলীয় প্রার্থীর বিরোধিতা এবং সদ্য শেষ হওয়া জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়া। সেই পরিপ্রেক্ষিতে কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু বিশেষ সাধারণ সভা আহ্বান করেন। তবে সভায় মমতাজ উদ্দিন উপস্থিত ছিলেন না। সহসভাপতি ইলিয়াসের সভাপতিত্বে সভা শুরুর পর উপস্থিত নেতা-কর্মীরা মমতাজ উদ্দিনের বিরুদ্ধে অভিযোগগুলো উত্থাপন করে তাঁর স্থায়ী বহিষ্কার দাবি করেন।

এ নিয়ে জানতে চাইলে সহসভাপতি ইলিয়াস বলেন, ‘দলের বিরুদ্ধে কাজ করায় সভাপতি মমতাজ উদ্দিনকে গঠনতন্ত্র অনুযায়ী অব্যাহতি দেওয়া হয়েছে। সভায় কমিটির ৫২ জন উপস্থিত ছিলেন। সবাই তাঁর প্রতি অনাস্থা এনেছেন।’

এ বিষয়ে জানতে চাইলে মমতাজ বলেন, ‘আমি তো জানিই না কে কী করল। আমাকে অব্যাহতি দেওয়ার অধিকার রংপুরে কারও নেই।’ 

১৭ বছর পর বেরোবি ছাত্র সংসদ আইনে রাষ্ট্রপতির অনুমোদন

জুলাই নিয়ে কাউকে ব্যবসা করতে দেব না: ছাত্রশিবির সভাপতি

সরকারি অ্যাম্বুলেন্স ব্যক্তিগত ভাড়ায় ব্যস্ত, সেবাবঞ্চিত খানসামার রোগীরা

কর্মকর্তাদের অবরুদ্ধ করে গ্রাহকদের বিক্ষোভ

গ্রাহকদের বকেয়া না দিয়ে পালানোর চেষ্টায় কর্মকর্তারা, অবরোধ-বিক্ষোভ

ডিমলায় টিকা নিতে গিয়ে পিকআপের ধাক্কায় নানি-নাতনি নিহত

তিস্তায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করলেন ইউএনও

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ব্যাংক কর্মকর্তা

৬২০ টাকায় গরুর মাংস, মাইকিং করেও মিলছে না ক্রেতা

সন্ধ্যার পর গ্রামে প্রবেশ করলেই চোর হিসেবে আটকের ঘোষণা