Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

পলাশবাড়ীতে অনাস্থা প্রস্তাবে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভোট সদস্যদের

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

পলাশবাড়ীতে অনাস্থা প্রস্তাবে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভোট সদস্যদের

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাহাবুবুর রহমান মণ্ডলের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোট গ্রহণ হয়েছে। এতে চেয়ারম্যানের বিপক্ষে রায় দিয়েছেন ইউপি সদস্যরা।

আজ মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ ভবনে গোপন ব্যালটের মাধ্যমে এই ভোট গ্রহণ হয়। নির্বাচনে পর্যবেক্ষক ছিলেন অনাস্থা প্রস্তাব-অভিযোগ তদন্তে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকার।

প্রদীপ সরকার বলেন, পরিষদের মোট ১২ জন সদস্যের মধ্যে ৯ জন প্রস্তাবের পক্ষে রায় দিয়েছেন। প্রস্তাবের বিপক্ষে কোনো ভোট পড়েনি। ফলে অনাস্থা আনা পক্ষকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। চেয়ারম্যানসহ মোট ভোট সংখ্যা ছিল ১৩টি।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান বলেন, নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে পবনাপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গত ১০ জানুয়ারি পরিষদের ৯ সদস্য অনাস্থা প্রস্তাব আনেন। বিষয়টি আমলে নিয়ে নিয়ম অনুযায়ী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্তের ধারাবাহিকতায় আজ গোপন ব্যালটে ভোট গ্রহণ হয়েছে। এখন স্থানীয় সরকার মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের সেই ‘বড় ভাই’ আটক

ঠাকুরগাঁওয়ে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বিক্রি শুরু

অনশন ভেঙে কাজে ফিরেছেন বড়পুকুরিয়া কয়লাখনির কর্মচারীরা

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আটক

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রোকন গ্রেপ্তার

দুটি ড্যামই অকার্যকর সেচের খরচ দ্বিগুণ

হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আফতাব উদ্দিন

নিরাপত্তা চেয়ে ঠাকুরগাঁও ইউএনও কার্যালয়ে অবস্থান

নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ

অপরাধী পুলিশ সদস্যদের বিচার করে বাহিনীর গৌরব ফেরানো হবে: আইজিপি