Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

সাদুল্লাপুরে আ. লীগের দুপক্ষের সভা বন্ধে চলছে ১৪৪ ধারা

প্রতিনিধি

সাদুল্লাপুরে আ. লীগের দুপক্ষের সভা বন্ধে চলছে ১৪৪ ধারা

সাদুল্লাপুর (গাইবান্ধা): গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপ একই সময় একই জায়গায় সভা আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ আদেশ জারি করা হয়।

সরেজমিনে দেখা যায়, অপ্রীতিকর ঘটনা এড়াতে রোববার সকাল থেকে উপজেলার পাবলিক লাইব্রেরি চত্বর ও শহীদ মিনার সংলগ্ন দলীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া অবস্থানে রয়েছে ।

উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা জানান, রোববার সকাল ১০টার সময় সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকারিয়া খন্দকার দলীয় কার্যালয়ে জরুরি সভা আহ্বান করে। অপরদিকে একই সময়ে দলীয় কার্যালয়ের পাশেই অনুরূপ সভা আহ্বান করেন সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাহারিয়া খান বিপ্লব।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের নেতৃবৃন্দ একই সময়ে সাদুল্লাপুর পাবলিক লাইব্রেরি চত্বরে ও শহীদ মিনার সংলগ্ন দলীয় কার্যালয়ে সভা আহ্বানক করায় উপজেলা শহরে নেতা কর্মীদের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছিল। বিদ্যমান এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলার অবনতি, শান্তিশৃঙ্খলা ভঙ্গসহ জনসাধারণের জানমালের নিরাপত্তা বিঘ্ন হওয়ার আশঙ্কায় ওই স্থানে জনস্বার্থে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নবীনেওয়াজ।

এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় শনিবার রাত হতে প্রশাসনের পক্ষ থেকে মাইক যোগে প্রচার প্রচারণা চালানো হয়। এতে বলা হয়েছে রোববার (৩০ মে) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উভয় স্থানের ৩০০ গজের মধ্যে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হলো।

এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ তথ্য নিশ্চিত করে বলেন, অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় উভয় স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

দুটি ড্যামই অকার্যকর সেচের খরচ দ্বিগুণ

হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আফতাব উদ্দিন

নিরাপত্তা চেয়ে ঠাকুরগাঁও ইউএনও কার্যালয়ে অবস্থান

নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ

অপরাধী পুলিশ সদস্যদের বিচার করে বাহিনীর গৌরব ফেরানো হবে: আইজিপি

সৈয়দপুরে সেনাবাহিনীর সহায়তায় ফুটপাত দখলমুক্ত

বিএনপির নতুন কমিটির সমালোচনা করে আহ্বায়কের মার খেলেন কৃষক দলের নেতা

নীলফামারীর সাবেক এমপি আফতাব উদ্দিন রংপুরে গ্রেপ্তার

তিস্তায় হাঁটুপানি, বেকার ৪ হাজার জেলে-মাঝি

সরকারি অ্যাম্বুলেন্স সংকট, রোগী জিম্মি বেসরকারিতে