গঙ্গাচড়া ও রংপুর প্রতিনিধি
রংপুরে যাত্রীবাহী বাস উল্টে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী। আজ শনিবার রংপুরের গঙ্গাচড়া উপজেলার পাগলাপীর-জলঢাকা সড়কের গঞ্জিপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। নিহতরা হলেন দক্ষিণ খলেয়া বটতলা এলাকার মৃত আফান উল্লার ছেলে জাহানুর ওরফে বাউরা (৪০) ও গাইবান্ধা জেলার সুমন মিয়া(২৫)।
আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধা জেলা থেকে শুক্রবার একটি বাসে নীলফামারী জেলার কিশোরগঞ্জের সিংগেরগাড়ী এলাকায় ওরস মাহফিলে যোগ দেন যাত্রীরা। সেখান থেকে আজ শনিবার সকাল ৮টায় ফেরার পথে বাসটি রংপুরের গঙ্গাচড়া থানার দক্ষিণ খলেয়া গঞ্জিপুর বটতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন পথচারী ও বাসে থাকা এক যাত্রী নিহত হন। আহত হন প্রায় ২০ জন যাত্রী।
গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার শিকার বাসটি উদ্ধারে অভিযান চলছে।