পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ীতে একটি বাস ব্যাটারিচালিত একটি ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানটির দুই যাত্রী নিহত হন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম রেজাউল ইসলাম (৪০)। বাড়ি গাইবান্ধা সদর উপজেলার তিন মাইল এলাকায়। অপর নিহতের (৪৫) নাম-পরিচয় জানা যায়নি।
পলাশবাড়ী থানার ওসি কে এম আজমিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।