হোম > সারা দেশ > রংপুর

কুড়িগ্রামে ছাত্রলীগ-মৎস্যজীবী লীগের ৩ নেতা গ্রেপ্তার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি 

প্রতীকী ছবি

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে গিয়ে মারধরের ঘটনায় ছাত্রলীগ ও মৎস্যজীবী লীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য জুলফিকার আলী জয় (২৯), উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব (৩৫) ও থেতরাই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক (২৯)।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ ও মসজিদুল হুদার সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের তুলে নিয়ে যান আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এরপর লাঠি, রড, হকিস্টিক, রামদা, ছোরা ও দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের বেধড়ক মারধর করেন তাঁরা।

এ ঘটনায় মোসাব্বির হোসেন নামের এক শিক্ষার্থী বাদী হয়ে গত ২১ নভেম্বর ৪৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১৮০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলায় আজ সকালে পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার