নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি স্থলবন্দরের দায়িত্বরত ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার আঙ্গুরী বেগম একাই তিনটি দপ্তরপ্রধানের দায়িত্ব পালন করছেন। তাঁর দপ্তর ছাড়াও তিনি অন্য আরও দুটি দপ্তরের দায়িত্ব পালন করছেন। আর এতে ব্যাহত হচ্ছে সুষ্ঠু দাপ্তরিক কার্যক্রম, কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ জনগণ।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ডোমার উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. শারমিন আক্তারের অন্যত্র বদলি হওয়ায় আঙ্গুরী বেগমকে উপজেলা মৎস্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সঙ্গে পার্শ্ববর্তী ডিমলা উপজেলার মৎস্য কর্মকর্তা মোছা. শামীমা আক্তার মাতৃত্বকালীন ছুটিতে থাকায় আঙ্গুরী বেগমকে ডিমলা উপজেলার মৎস্য কর্মকর্তা হিসেবেও অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এখন তিনি একাই তিন দপ্তরপ্রধানের দায়িত্ব পালন করছেন।
এ ব্যাপারে আঙ্গুরী বেগমের সঙ্গে কথা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি তিনটি দপ্তরের দায়িত্ব পালন করছি। আমার একার পক্ষে তিন স্থানে দায়িত্ব পালন করা খুব কষ্টকর হয়ে যাচ্ছে।’