হোম > সারা দেশ > রংপুর

পানিসম্পদ সচিবকে নামিয়ে ফেরার পথে স্পিডবোটে অগ্নিকাণ্ড

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে জেলা প্রশাসনের একটি স্পিডবোটে ব্রহ্মপুত্রের ভাঙন রোধ প্রকল্প পরিদর্শনে যান পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান ও তাঁর সফরসঙ্গীরা। তাঁদের নামিয়ে দিয়ে ধরলা নদীপথে কুড়িগ্রামে ফেরার পথে স্পিডবোটে অগ্নিকাণ্ড ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। গতকাল শনিবার বিকেলে উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের সরকারপাড়ায় ধরলা নদীতে এ ঘটনা ঘটে। 

আজ রোববার এ তথ্য নিশ্চিত করেছেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসা। তিনি বলেন, ‘পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব স্যারকে রমনা ঘাটে নামিয়ে স্পিডবোটটি ধরলা ব্রিজ এলাকায় ফিরছিল। এ সময় হঠাৎ তাতে আগুন লেগে যায় বলে জেনেছি। আগুন লাগার কারণ জানা যায়নি। বিষয়টি তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে কমিটি গঠন করা হয়েছে।’ 

প্রত্যক্ষদর্শীরা বলছে, শনিবার বিকেলে ধরলা নদীপথে কুড়িগ্রামে ফেরার পথে বেগমগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সরকারপাড়া এলাকায় চলন্ত স্পিডবোটে হঠাৎ আগুন লাগে। চালক বোটটি দ্রুত তীরে ভিড়িয়ে নেমে পড়েন। স্পিডবোটে জারে করে রাখা অতিরিক্ত জ্বালানি ছিল। আগুনের তীব্রতায় কেউ বোটটির কাছে ভিড়তে পারছিল না। ফলে আগুন নেভানোর কোনো ধরনের চেষ্টা ছাড়াই বোটটি পুড়ে যায়। ঘটনার পর জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফসহ জেলা প্রশাসনে কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

বেগমগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিকেল ৪টার দিকে আগুন লাগে। ঘটনাস্থলে গিয়েছিলাম। স্পিডবোটে চালকসহ দুজন ছিলেন। তাঁরা বলেছেন , চলন্ত অবস্থায় হঠাৎ আগুন লেগে যায়। কীভাবে বা কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। পরে সন্ধ্যার আগে জেলা প্রশাসক, ইউএনও ও অন্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’ 

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ আজকের পত্রিকাকে বলেন, ‘অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

সেকশন