হোম > সারা দেশ > রংপুর

তারাগঞ্জে চকলেট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ

রংপুর প্রতিনিধি

রংপুরের তারাগঞ্জে চকলেট দেওয়ার কথা বলে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে নুর হোসেন (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় শিশুর বাবা আজ মঙ্গলবার তারাগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। শিশুটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

ধর্ষণের ঘটনায় মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক আজমল হোসেন। তিনি বলেন, ‘শিশুটির বাবা আজ থানায় এসে মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ 

এজাহার থেকে জানা গেছে, তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর মহিষখোলা এলাকার নুর হোসেন দুই বছর ধরে সয়ার ইউনিয়নের একটি আশ্রয়ণের ঘরে বসবাস করছেন। গত শনিবার শিশুটির মা-বাবা তাকে বাসায় রেখে কাজে যান। এ সময় নুর হোসেন চকলেট দেওয়ার কথা বলে ওই দিন বিকেলে আশ্রয়ণের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। 

ঘটনার সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ঘটনার পর নুর হোসেন পালিয়ে যান। এরপর আজ এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে তারাগঞ্জ থানায় ধর্ষণ মামলা করেছেন বলে এজাহার থেকে জানা গেছে।

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

সেকশন