গাইবান্ধা শহরের কাচারিবাজার চুড়িপট্টিতে অগ্নিকাণ্ডে ১৫ দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নাসিম রেজা নিলু। তিনি বলেন, ‘আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুনে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা জানা যায়নি।’
স্থানীয় লোকজন জানান, কাচারিবাজার চুড়িপট্টিতে অগ্নিকাণ্ডে গতকাল রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টায় ব্যর্থ হয়। পরে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে। তারাও ব্যর্থ হলে আরও চারটি ইউনিট আসে। ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট স্থানীয়দের চেষ্টায় প্রায় তিন ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের সময় ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, একটির পর আরেকটিতে আগুন ধরছিল। স্থানীয় ও দোকানের মালিকেরা পানি ও বালু ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। দোকানমালিকদের ঝুঁকি নিয়ে আগুন লাগা ঘরগুলো থেকে পণ্য সরানোর চেষ্টা করতে দেখা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল একাধিক গাড়ি নিয়ে ঘটনাস্থলে ছুটে আসে। তারাও আগুন নেভাতে ব্যর্থ হয়। পরে আরও চারটি ইউনিট ঘটনাস্থলে আসে।
ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের প্রচেষ্টায় ও স্থানীয়দের সহায়তার প্রায় তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। পুড়ে যাওয়া ১৫টি দোকানের মধ্যে রয়েছে কসমেটিক, কাপড় ও শিশুদের খাবারের দোকান।