Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

ব্রহ্মপুত্রের পানি কমলেও ভোগান্তিতে ৬ ইউনিয়নের মানুষ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ব্রহ্মপুত্রের পানি কমলেও ভোগান্তিতে ৬ ইউনিয়নের মানুষ

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের পানি কমতে থাকলেও ভোগান্তি কমেনি মানুষের। উপজেলার ৬ ইউনিয়নে প্রায় ৮২ হাজার মানুষ পানিবন্দী রয়েছেন। উপজেলা প্রশাসন থেকে ত্রাণসহায়তা দেওয়া হচ্ছে। 

ব্রহ্মপুত্র নদের পানি কমার তথ্য আজকের পত্রিকা নিশ্চিত করেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান। তিনি বলেন, ‘ব্রহ্মপুত্র নদের চিলমারী পয়েন্টে গত ৪৮ ঘণ্টায় ৫ সেন্টিমিটার পানি কমেছে। তবে কমার হার এই ধীরগতি।’ 

চিলমারীর বিভিন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ৮২ হাজার মানুষ পানিবন্দী আছেন। এর মধ্যে থানাহাট ইউনিয়নে ৮ হাজার, নয়ারহাট ১৮ হাজার, রমনা মডেল ১৬ হাজার, অষ্টমীর চর ১২ হাজার, রাণীগঞ্জ ২০ হাজার ও চিলমারী ইউনিয়নে পানিবন্দী আছেন ৮ হাজার মানুষ। 

উপজেলার ১১ আশ্রয়কেন্দ্রে উঠেছেন প্রায় ১ হাজার মানুষ। ঢলে নদ-নদীর পানি বেড়ে বিভিন্ন এলাকায় ২ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। ভেসে গেছে অনেক পুকুরের মাছ। 

সরেজমিন জানা গেছে, এক সপ্তাহ ধরে নৌকায় ও বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নিচ্ছেন ভুক্তভোগী মানুষ। এসব মানুষ খাবার ও পয়োনিষ্কাশন সমস্যায় ভুগছেন। বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে। বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা বানভাসি মানুষের। 

রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ এলাকার শামছুল হক বলেন, ‘দিন আনি দিন খাই। এখন আর কাজ নাই ঘরত পানি রাস্তা তলে গেইছে। কই যাই কোনো রকমে ছাও পাওয়া নিয়ে খায়া না খায়া আছি।’ 

কুড়িগ্রামের চিলমারী সরকারি কলেজ কেন্দ্রের মাঠ জলাবদ্ধ থাকায় এইচএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। ছবি: আজকের পত্রিকাচিলমারী সরকারি কলেজ কেন্দ্রে আসা আলামিন হোসেন নামের এক এইচএসসি পরীক্ষার্থী বলেন, ‘বাড়িতে কোমর ও রাস্তায় হাঁটুপানি থাকায় পরীক্ষার হলে আসতে খুব কষ্ট হচ্ছে। পরীক্ষাও খারাপ হয়েছে। কেন্দ্রের মাঠে পানি উঠেছে।’ 

রমনা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম আশেক আঁকা বলেন, ‘আমার ইউনিয়নে ১৬ হাজার মানুষ পানিবন্দী রয়েছেন। বরাদ্দ পেয়েছি ৫ টন চাল, যা আমার ইউনিয়নে অপ্রতুল।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুল ইসলাম জানান, বন্যা পরিস্থিতির মধ্যে মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছে উপজেলা প্রশাসন। আরও ত্রাণের চাহিদা জেলা প্রশাসককে জানিয়েছেন তিনি।

পীরগঞ্জে আগুনে পুড়ল ৯ বাড়ি

৩ বছর পর পরাজিত ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

অস্ত্রের ছবি পোস্ট করা ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

শক দিয়ে মাছ শিকার জলজ প্রাণীর ক্ষতি

তিস্তায় বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার, বিপাকে জেলেরা

সেই মেলার মাঠে পুকুর খনন বন্ধ করলেন ইউএনও

কলেজের অনুষ্ঠানে সাবেক অধ্যক্ষ আওয়ামী লীগ নেতাকে আমন্ত্রণ জানানোয় খাবার বর্জন

উলিপুরে ছাত্রদের ওপর হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

১৮ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

মাদকসেবী আটক করায় পুলিশের ওপর চড়াও কারবারিরা