Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

৩ বছর পর পরাজিত ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি 

৩ বছর পর পরাজিত ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ
গঙ্গাচড়ায় পরাজিত ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ। ছবি: আজকের পত্রিকা

দীর্ঘ তিন বছর আইনি লড়াই শেষে আদালতের রায়ের পর রংপুরের গঙ্গাচড়া বড়বিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন শামছুল হুদা। আজ সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাঁকে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

জানা গেছে, ২০২১ সালের ২৬ ডিসেম্বর উপজেলার বড়বিল ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হয়। ফলাফলে ৬ হাজার ২৩৫ ভোট পেয়ে আওয়ামী লীগের প্রার্থী শহীদ চৌধুরী দ্বীপকে চেয়ারম্যান ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আইনজীবী শামছুল হুদা পান ৬ হাজার ১০০ ভোট।

পরে ভোট কারচুপির অভিযোগ এনে আবার গণনার জন্য রংপুর ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন শামছুল হুদা। আড়াই বছর পর গণনা শেষে ৪০২ ভোট বেশি পাওয়ায় তাঁর পক্ষে রায় ঘোষণা করেন বিচারক।

পরে হাইকোর্টে আপিল করেন শহীদ চৌধুরী দ্বীপ। গত ১৩ ফেব্রুয়ারি আদালত রিট পিটিশন খারিজ করে নিম্ন আদালতের রায় বহাল রাখেন এবং শপথের অনুমতি দেন।

এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার রংপুরের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে আজ গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদের প্রতিস্থাপিত চেয়ারম্যান শামছুল হুদার শপথ গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়।

এ বিষয়ে শামছুল হুদা বলেন, ‘আদালতের রায়ে নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করায় আমি খুশি। বড়বিল ইউনিয়নের জনগণের প্রতি আমি কৃতজ্ঞ। তারা তাদের প্রত্যক্ষ ভোটে আমাকে নির্বাচিত করেছে। বিগত আওয়ামী সরকারের লোকজন তাদের প্রার্থীকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ঘোষণা করে। পরে আমি নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করি। তিন বছর দুই মাস পর আজ শপথ গ্রহণ করলাম।’

হাতাহাতির জেরে কুড়িগ্রামে আ.লীগ নেতাকে কুপিয়ে জখম

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার কারাগারে, পুলিশের হাতকড়ায় বিরক্তি

হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশিকে গুলির পর নিয়ে গেছে বিএসএফ

খাদ্যবান্ধব কর্মসূচির চাল কম দেওয়ার অভিযোগ

‘আলপথ’ সেই সড়ক সংস্কার করা হচ্ছে

ছিনতাই মামলায় চেয়ারম্যান গ্রেপ্তার, থানার ফটকে সমর্থকদের মিছিল

চার দিন পর চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার, সেবা চালু

গাইবান্ধায় ডিউটিরত অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু

ছয় দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ভোগান্তি