ঠাকুরগাঁও প্রতিনিধি
দেশজুড়ে প্রচণ্ড দাবদাহ, নেই বৃষ্টি। পুড়ছে উত্তরের জনপদগুলো। মানুষের উঠছে নাভিশ্বাস। এমন খরায় ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি হবে—সেই বিশ্বাস থেকে ঠাকুরগাঁওয়ে ৯ লাখ ৯ হাজার ৯৯৯ টাকা দেন মোহর ধার্য করে মেঘ ও বৃষ্টি নামে দুই ব্যাঙের বিয়ে দেওয়া হয়েছে।
গতকাল বুধবার পীরগঞ্জ উপজেলার নারায়ণপুর প্রধান পাড়ায় এ বিয়ের আয়োজন করা হয়। বিয়েতে নিমন্ত্রণ করে খাওয়ানোও হয়েছে।
আয়োজকেরা জানান, ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি নেমে আসবে। তাই ৯ লাখ ৯ হাজার ৯৯৯ টাকা দেনমোহর ধার্য করে এ বিয়ের আয়োজন করা হয়েছে।
এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, ‘বাংলার লোকজ বিশ্বাসের এই ঐতিহ্যকে ধরে রাখতে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।’