হোম > সারা দেশ > রংপুর

ঠাকুরগাঁওয়ে বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে, দেনমোহর ৯ লাখ টাকা

ঠাকুরগাঁও প্রতিনিধি

দেশজুড়ে প্রচণ্ড দাবদাহ, নেই বৃষ্টি। পুড়ছে উত্তরের জনপদগুলো। মানুষের উঠছে নাভিশ্বাস। এমন খরায় ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি হবে—সেই বিশ্বাস থেকে ঠাকুরগাঁওয়ে ৯ লাখ ৯ হাজার ৯৯৯ টাকা দেন মোহর ধার্য করে মেঘ ও বৃষ্টি নামে দুই ব্যাঙের বিয়ে দেওয়া হয়েছে।

গতকাল বুধবার পীরগঞ্জ উপজেলার নারায়ণপুর প্রধান পাড়ায় এ বিয়ের আয়োজন করা হয়। বিয়েতে নিমন্ত্রণ করে খাওয়ানোও হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, হলুদ বাটা ও দল বেঁধে বিয়ের গীত গাওয়া হচ্ছে। সঙ্গে ইজাব-কবুলের আয়োজনও। তবে এসবের কোনোটাই মানুষের বিয়ের জন্য নয়। বৃষ্টির আশায় ঘটা করে দুটি ব্যাঙের বিয়েকে ঘিরেই এত আয়োজন। ইসলামি রীতির এ বিয়ে দেখতে নারী-পুরুষের ঢল নামে। 

আয়োজকেরা জানান, ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি নেমে আসবে। তাই ৯ লাখ ৯ হাজার ৯৯৯ টাকা দেনমোহর ধার্য করে এ বিয়ের আয়োজন করা হয়েছে। 

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, ‘বাংলার লোকজ বিশ্বাসের এই ঐতিহ্যকে ধরে রাখতে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।’

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

দিনাজপুরের সাবেক এমপি রেজিনা ইসলাম মারা গেছেন

সেকশন