নীলফামারীর সৈয়দপুরে বৈদ্যুতিক তারে জড়িয়ে চমক রায় শুভ (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ১টার দিকে কয়া মিস্ত্রিপাড়া বাইপাস সড়কের কাছে এ ঘটনা ঘটে।
চমক রায় সৈয়দপুর শহরের গোলাহাট হিন্দুপাড়ার কৃষ্ণ রায়ের ছেলে। সে স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের এ বছরের এসএসসি পরীক্ষার্থী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চমক রায় ওই এলাকায় মাছ ধরার জন্য পুকুর পাড় দিয়ে বাইসাইকেল ঘাড়ে করে যাচ্ছিল। এ সময় ওপরে ঝুলে থাকা সেচ প্রকল্পের বৈদ্যুতিক তারের সঙ্গে বাইসাইকেলের হ্যান্ডেলের জড়িয়ে পড়ে। তার ছিঁড়ে গায়ের ওপর পড়ে। এতে বিদ্যুতায়িত হয়ে পড়ে সে। সঙ্গে থাকা তার চাচাতো ভাই ও স্থানীয়রা উদ্ধার তাকে স্থানীয় ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।