হোম > সারা দেশ > রংপুর

সহিংসতার মামলায় নীলফামারীতে ১৬–১৭ বছর বয়সী ৩ শিক্ষার্থীর জামিন

নীলফামারী প্রতিনিধি

কোটাসংস্কার আন্দোলনের সহিংসতার মামলায় নীলফামারীতে তিনজন শিক্ষার্থী জামিন পেয়েছে। আজ মঙ্গলবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. গোলাম সারোয়ার তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। 

আদালতে তাদের আইনজীবী মো. নূর আসাদুজ্জামান ও মো. জুলফিকার আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তারা আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তারদের মধ্যে ওই তিনজনের পরিবার তাদের সন্তান অপ্রাপ্ত বয়স্ক দাবি করে ২৫ জুলাই নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ জামিনের আবেদন করে। আজ ওই আবেদন শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।’ 

শিক্ষার্থী হলো–সদর উপজেলার হারোয়া বাশিহারা গ্রামের মো. সম্রাট আলীর ছেলে মো. নিবির ইসলাম (১৬), ইটাখোলা ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের আব্দুল কুদ্দুস আলীর ছেলে মামুন ইসলাম (১৭) ও একই ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের মো. মাহবুল ইসলামের ছেলে মিম ইসলাম (১৭)। 

এর মধ্যে নিবির ইসলাম নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র। অপরদিকে মামুন ইসলাম ও মিম ইসলাম এবার এসএসসি পাস করে কলেজে ভর্তি হয়েছে। 

গত ১৮ জুলাই নীলফামারীতে কোটাসংস্কার আন্দোলনকে ঘিরে জেলা প্রশাসকের কার্যালয়, চৌরঙ্গী মোড়ে ট্রাফিক পুলিশ বক্সসহ বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা ঘটে। ওই সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ বাধে। সংঘর্ষে ১০ পুলিশসহ অর্ধশতাধিক আহত হন। 

ঘটনায় পরদিন (১৯ জুলাই) সদর থানার এসআই মো. বেলাল হোসেন বাদী হয়ে ১৬ জন নামীয়সহ অজ্ঞাত দুই হাজারের অধিককে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বেশির ভাগের বয়স দেখানো হয়েছে ১৯ থেকে ২৩ বছরের মধ্যে।

মেডিকেলে সুযোগ পেলেও মুখ মলিন

গাইবান্ধায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

বড়পুকুরিয়া কয়লাখনিতে অগ্নিকাণ্ডে ১ জনের মৃত্যু

দাফনের ৫ মাস পর যুবকের লাশ উত্তোলন

এ বছরেও মেডিকেলে ভর্তির সুযোগ পেল সৈয়দপুর বিজ্ঞান কলেজের ৫৩ শিক্ষার্থী

ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক এমপি কাদের খান মারা গেছেন

পঞ্চগড়ে আবারও তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

সেকশন