হোম > সারা দেশ > রংপুর

তরমুজের দাম অর্ধেকে নেমে ৪০ টাকা হলেও মিলছে না ক্রেতা

ঠাকুরগাঁও প্রতিনিধি

এক সপ্তাহ আগে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন হাট-বাজারে চড়া দামে বিক্রি হওয়া তরমুজের দাম এখন অর্ধেকে নেমে এসেছে। মৌসুমি এ ফলটির ক্রেতাসংকটে এবার বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। বিক্রেতারা জানান, দেশের বিভিন্ন স্থান থেকে তরমুজ আসছে ঠাকুরগাঁওয়ের হাট-বাজারে। এতে বেড়েছে তরমুজের সরবরাহ। কমেছে দাম। তবে মিলছে না পর্যাপ্ত ক্রেতা। 

আজ বুধবার পৌর শহরের বিভিন্ন বাজারে তরমুজের বাজার দর ছিল কেজিতে ৩৫-৪০ টাকায়। একই তরমুজ সাত দিন আগে বিক্রি হয়েছিল কেজিপ্রতি ৯০-১০০ টাকা পর্যন্ত। 

শহরের সত্যপীর বাজারের তরমুজ ব্যবসায়ী জামিরুল ইসলাম বলেন, ‘১০ দিন আগে সাতক্ষীরা থেকে তিন ট্রাক তরমুজ ৫০ টাকা কেজি দরে কিনে এনেছিলাম। এখন কেজিতে ১০ টাকা করে কমেছে। বড় লোকসানের মুখে তরমুজগুলো বিক্রি করে দিচ্ছি।’ 

শহরের রোড এলাকার আরেক তরমুজ ব্যবসায়ী হালিম উদ্দিন বলেন, ‘বিক্রি ও দাম কমে যাওয়ায় লোকসান গুনতে হচ্ছে।’ 

বর্তমানে আড়তে আমদানি বেশি ও বাজারে চাহিদা কমে যাওয়ায় গত এক সপ্তাহের ব্যবধানে তরমুজের দাম কমেছে। প্রতি কেজি ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। বলেন ব্যবসায়ী মিজানুর।

তরমুজ কিনতে আসা শাহীন আক্তার বলেন, ‘গত কয়েক দিনে তরমুজের দাম একটু বেশি ছিল। এখন দাম কম হওয়ায় ৩৫ টাকা কেজি দরে ৭ কেজি ওজনের একটা তরমুজ কিনেছি।’ 

পৌর শহরের কালিবাড়ী বাজারে তরমুজ কিনতে আসা রমজান আলী বলেন, ‘কিছুদিন আগেও তরমুজের দাম দ্বিগুণ ছিল। বেশি দামের কারণে গত ১০ দিনে তরমুজ কেনা হয়নি। দাম কমে গেছে শুনে তরমুজ কিনতে এসেছেন।’  

পৌর শহরের জমিদারপাড়া মহল্লার মহসিন আলী নামে আরও এক ক্রেতা বলেন, অপরিপক্ব তরমুজে ছেয়ে গেছে পুরো বাজার, যার কারণে তরমুজ কেনার আগ্রহ হারিয়েছে ক্রেতারা। 

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম বলেন, চলতি মৌসুমে এ জেলায় ৪০ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। এ ছাড়া ব্যবসায়ীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরমুজ নিয়ে আসছেন। এ মুহূর্তে বাজারে এ ফলটির সরবরাহ বেশি। এতে দাম কমে গেছে।

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

দিনাজপুরের সাবেক এমপি রেজিনা ইসলাম মারা গেছেন

গোবিন্দগঞ্জে চাঁদার দাবিতে মৎস্য ব্যবসায়ীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

এবার গুচ্ছ থেকে বেরিয়ে গেল দিনাজপুরের হাবিপ্রবি

বিএনপি নেতার পাহারায় সরকারি জমিতে অবৈধভাবে পাকাঘর নির্মাণের অভিযোগ

সীমান্তে আর কোনো লাশ দেখতে চাই না: সারজিস

সেকশন