Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

আন্দোলনকারীদের ওপর রামদা দিয়ে হামলা চালানো সেই যুবক গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি

আন্দোলনকারীদের ওপর রামদা দিয়ে হামলা চালানো সেই যুবক গ্রেপ্তার
আন্দোলন চলাকালে জ্যোতিকে রামদা হাতে দেখা যায়। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে রামদা দিয়ে হামলা চালানো সেই যুবক জ্যোতিকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে জেলা শহরের আশ্রমপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গ্রেপ্তারকৃত যুবক একজন মুক্তিযোদ্ধার সন্তান। তিনি এর আগে পুলিশে চাকরি করতেন, তবে পরে চাকরিচ্যুত হন।

ছাত্র বিক্ষোভের সময় তিনি রামদা হাতে আন্দোলনকারীদের ওপর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই হামলায় বেশ কয়েকজন ছাত্র গুরুতর আহত হন। এর পর থেকেই তিনি পলাতক ছিলেন।

হামলা মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক (এসআই) বোরহানুল সুলতানুল আলম বলেন, ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় বিস্ফোরক আইনে গত বছর ৯ অক্টোবর মাহবুব নামে এক ব্যক্তি সদর থানায় মামলাটি করেন। এ মামলায় জ্যোতি রায় ২ নম্বর আসামি।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘ওই যুবকের বিরুদ্ধে এ ধরতে পুলিশ দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছিল। অবশেষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।’

দুটি ড্যামই অকার্যকর সেচের খরচ দ্বিগুণ

হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আফতাব উদ্দিন

নিরাপত্তা চেয়ে ঠাকুরগাঁও ইউএনও কার্যালয়ে অবস্থান

নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ

অপরাধী পুলিশ সদস্যদের বিচার করে বাহিনীর গৌরব ফেরানো হবে: আইজিপি

সৈয়দপুরে সেনাবাহিনীর সহায়তায় ফুটপাত দখলমুক্ত

বিএনপির নতুন কমিটির সমালোচনা করে আহ্বায়কের মার খেলেন কৃষক দলের নেতা

নীলফামারীর সাবেক এমপি আফতাব উদ্দিন রংপুরে গ্রেপ্তার

তিস্তায় হাঁটুপানি, বেকার ৪ হাজার জেলে-মাঝি

সরকারি অ্যাম্বুলেন্স সংকট, রোগী জিম্মি বেসরকারিতে