১৭ বছরে ভোটার হওয়ার বিরোধীতাকারীদের শুধরাতে হবে: জামায়াত আমির

নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ২৩: ২৪
সৈয়দপুরে কেন্দ্রীয় বাস টার্মিনালের পথসভায় জামায়াত আমির। ছবি: আজকের পত্রিকা

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘অন্তবর্তী সরকার ১৭ বছর পর্যন্ত ভোটার করার যে প্রস্তাব করেছে, তা বাস্তবায়ন করতে হবে। কেননা শিশু-কিশোর ও যুবকরাই আমাদের নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। তাই তাদের ভোট দেওয়ার সুযোগ করে দিয়ে কিছুটা হলেও কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এ জন্য বিরোধীতাকারীদের অবশ্যই শুধরাতে হবে।’

আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে নীলফামারীর সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘শেখ হাসিনা দেশের সম্পদ চুরি করে বিদেশে পাচার করে দিয়েছে। খোকলা করে ফেলেছে দেশের অর্থনীতিকে। বিকিয়ে দিয়েছে স্বাধীনতা সার্বভৌমত্ব। অথচ চোরের মায়ের ডাঙ্গর গলার মতো করে তারা স্বাধীনতার ঠিকাদার সেজে চেতানার নামে জাতিকে ঘুম পাড়িয়ে সব লুটে পুটে নিজেদের পুষ্ট করেছে।’

নেতা কর্মীদের উদ্দেশ্যে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা এমন একটা দেশ গড়তে চাই, যে দেশে কোনো বৈষম্য থাকবে না। সব ধর্মের সব বর্ণের মানুষ মিলেমিশে সমান অধিকারের ভিত্তিতে বসবাস করবে। সর্বক্ষেত্রে দেশাত্মবোধের মাধ্যমে দেশকে উন্নত করতে সচেষ্ট থাকবে। কোনো চাঁদাবাজ, দুষ্কৃতকারী, দুর্নীতিবাজ থাকবে না। কেউ কোনোভাবে অন্যায়ের শিকার হবে না। কল্যাণমুখী এমন দেশ গঠনের মাধ্যমে কল্যাণ রাষ্ট্রের মডেল উপস্থাপন করা হবে।’

তিনি আরও বলেন, ‘জুলাই অভ্যুত্থানের সফলতাকে নস্যাৎ করার জন্য নানামুখী ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচার। সর্বশেষ তারা সচিবালয়ে অগ্নিকাণ্ড ঘটিয়ে কয়েকটি মন্ত্রণালয়ের নথিপত্র ধ্বংস করেছে। এই ঘটনার সঙ্গে যারাই জড়িত, তাদের মুখোশ উন্মোচন করে উপযুক্ত বিচার করতে হবে।’ একইভাবে তিনি জুলাই-আগস্ট গণহত্যার বিচার দাবি করেন।

উপজেলা আমির হাফেজ আব্দুল মুনতাকিমের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম ও নীলফামারী জেলা আমির অধ্যক্ষ আব্দুস সাত্তার।

বক্তব্য দেন–বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী, জেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি রাজ কুমার পোদ্দার রাজু, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক ড. খায়রুল আনাম প্রমুখ। সঞ্চালনা করেন সেক্রেটারি মাজহারুল ইসলাম।

কুড়িগ্রামে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

গণতন্ত্রের জন্য যুদ্ধ শেষ, এখন ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে হবে: মির্জা ফখরুল

‘বাইকে আসক্তি’ পোস্ট দেওয়া তরুণের মৃত্যু হলো বাইকেই

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২