হোম > সারা দেশ > রংপুর

ঠাকুরগাঁও‌য়ে মোটরসাইকেলে অ্যাম্বুলেন্সের ধাক্কা, নিহত ২

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও‌য়ে মহাস‌ড়কে মোটরসাইকেলকে অ্যাম্বুলেন্স ধাক্কা দিলে দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সা‌ড়ে ৫টার দিকে ঠাকুরগাও-‌দিনাজপুর সড়কের ২৯ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে মোটরসাইকেল আরোহী রা‌সেল ইসলাম (১৭) ও অ্যাম্বুলেন্সের যাত্রী সুমিত্রা রাণী (৫৫)। বোদা হাইওয়ে থানার পু‌লি‌শের উপপরিদর্শক আশরাফুল  ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শুক্রবার বিকেলের দিকে তিন বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে বেড়াতে যাচ্ছিল। এ সময়  ঠাকুরগাঁও থে‌কে রোগী নি‌য়ে রংপু‌রে যা‌চ্ছিল এক‌টি অ্যাম্বুলেন্স। প‌থে নতুন পাড়া এলাকায় এসে  চাকা ব্লাস্ট হলে চালক নিয়ন্ত্রণ হারায় অ্যাম্বুলেন্সটি। তখন পেছন দিক থে‌কে মোটরসা‌ইকেল‌টি‌কে চাপা দি‌য়ে সড়কের পাশে খাদে পড়ে যায় বাহন দু‌টি। 

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ‌জেনা‌রেল হাসপাতা‌লে নিয়ে গেলে চিকিৎসক মোটরসাইকেল আরোহী রা‌সেল ইসলাম ও  অ্যাম্বুলেন্সের যাত্রী সুমিত্রা রাণীকে মৃত ঘোষণা করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রা‌সে‌লের দুই বন্ধু ফি‌রোজ হো‌সেন  ও মে‌হেদী হাসানকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বোদা হাইওয়ে থানার পু‌লি‌শের  উপপরিদর্শক  আশরাফুল  ইসলাম ব‌লেন, ‘অ্যাম্বুলেন্সের চাকা ব্লাস্ট হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসা‌ইকেল‌টি‌কে পেছন থে‌কে জোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই দুজন মারা যান। এ ঘটনায় সড়ক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।’

পঞ্চগড়ে আবারও তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

সেকশন