কুড়িগ্রামের রাজারহাটে পাঠদান চলাকালে মাদ্রাসা ভবনে বজ্রপাতে ৯ শিক্ষার্থী আহত হয়েছে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলার চাকিরপশা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। ষষ্ঠ, নবম ও দশম শ্রেণির এসব আহত শিক্ষার্থীর মধ্যে ৭ জন ছাত্রী ও ২ জন ছাত্র রয়েছে।
মাদ্রাসা সুপার মানিক মিয়া বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে ক্লাস চলাকালীন সময়ে হঠাৎ বিকট শব্দে মাদ্রাসার একটি টিন শেড কক্ষের ওপর বজ্রপাত হয়। এতে মাদ্রাসার ৬ ষ্ঠ, নবম ও দশম শ্রেণীর ৯ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়। তাদেরকে দ্রুত উদ্ধার করে আমরা হাসপাতালে ভর্তি করেছি। বজ্রপাতে ওই ভবনের ওয়াল ফেটে গেছে এবং টিন ক্ষতিগ্রস্ত হয়েছে। মাদ্রাসার বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জামও নষ্ট হয়ে গেছে।’
মাদ্রাসার সুপার মানিক মিয়া বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে মাদ্রাসার একটি টিনশেড ভবনে বজ্রপাত হয়। এতে ভবনের দেয়াল ফেটে গেছে এবং টিন ক্ষতিগ্রস্ত হয়েছে। মাদ্রাসার বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জামও নষ্ট হয়ে গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জয়শ্রী রায় নিপা আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থীদের সবাই আশঙ্কামুক্ত। বজ্রপাতের আলোক ঝলকানিতে তারা আহত হয়েছে। তারা জানালার পাশে বসা ছিল। এর মধ্যে এক ছাত্রের একটি হাতে প্রতিক্রিয়া কম পাচ্ছে। তার চিকিৎসা চলছে। আশা করা হচ্ছে, সেও সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে।
আহত শিক্ষার্থীদের দেখতে বিকেলে হাসপাতালে যান অতিরিক্ত জেলা প্রশাসক মিনহাজুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি আর্থিক সহযোগিতা করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের পরবর্তী চিকিৎসার প্রয়োজন হলে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।