নীলফামারী প্রতিনিধি
চতুর্থ দফা অবরোধের শেষ দিনে নীলফামারীতে জামায়াতের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের জেলা জজ আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে আজ সোমবার ভোরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন জেলা সদরের খোকশাবাড়ি ইউনিয়নের মো. হাফিজুল ইসলাম (৪০), কিশোরগঞ্জের আফজালুল হক (৪৭), একই উপজেলার ভেরভেরি গ্রামের মো. জোবেদ আলী (৬০) ও বড়ভিটা ইউনিয়নের আব্দুল মান্নান (৪০), ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের মো. শাহজাহান খন্দকার (৫৩) ও একই ইউনিয়নের আব্দুর রাজ্জাক (৬১)।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ উন নবী ও জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুল আলম বলেন, ‘জামায়াতের ওই ছয় নেতা–কর্মীকে আজ সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’