হোম > সারা দেশ > রংপুর

ভাগনের বিয়ের অনুষ্ঠানে মারামারি থামাতে গিয়ে নারীর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ভাগনের বিয়ের অনুষ্ঠানে মারামারি থামাতে গিয়ে ধাক্কায় খালা রওশন আরা (৬৫) নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঘুড়িদহ ইউনিয়নের জাদুর তাইড় গ্রামে এ ঘটনা ঘটে। বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ভোরে মারা যান তিনি। 

রওশন আরা উপজেলার মথরপাড়া গ্রামের মৃত কুদ্দুছ মিয়ার স্ত্রী। এ ঘটনায় স্বজনদের পক্ষ থেকে আজ সাঘাটা থানায় অভিযোগ করা হয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের জাদুর তাইড় গ্রামে (চৌধুরীপাড়া) মৃত আব্দুল ওহাবের ছেলে রাশেদ মিয়ার বিয়ের অনুষ্ঠানে আসেন রওশন আরা। অনুষ্ঠানে সাউন্ড সিস্টেমের অ্যামপ্লিফায়ার হারিয়ে যায়। এ ঘটনায় একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে সমাপ্ত ইসলামকে চোর সন্দেহ করায় উভয় পরিবারের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। 

এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিকেলে সমাপ্ত ইসলামের আত্মীয়স্বজনের ১০–১২ জনের একটি দল ক্ষিপ্ত হয়ে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে রাশেদের বাড়িতে হামলা চালান। এ সময় রওশন আরা বাধা দেওয়ার সময় তাঁদের ধাক্কায় মাটিতে পড়ে যান তিনি। আহত অবস্থায় তাঁকে প্রথমে সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে বগুড়ার শজিমেকে ভর্তি করা হয়। সেখানে আজ ভোরে তিনি মারা যান।  আজ সকালে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক ও সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহাজাহান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

এ বিষয়ে সাঘাটা থানার ওসি মমতাজুল হক বলেন, ‘এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার