হোম > সারা দেশ > রংপুর

ভাগনের বিয়ের অনুষ্ঠানে মারামারি থামাতে গিয়ে নারীর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ভাগনের বিয়ের অনুষ্ঠানে মারামারি থামাতে গিয়ে ধাক্কায় খালা রওশন আরা (৬৫) নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঘুড়িদহ ইউনিয়নের জাদুর তাইড় গ্রামে এ ঘটনা ঘটে। বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ভোরে মারা যান তিনি। 

রওশন আরা উপজেলার মথরপাড়া গ্রামের মৃত কুদ্দুছ মিয়ার স্ত্রী। এ ঘটনায় স্বজনদের পক্ষ থেকে আজ সাঘাটা থানায় অভিযোগ করা হয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের জাদুর তাইড় গ্রামে (চৌধুরীপাড়া) মৃত আব্দুল ওহাবের ছেলে রাশেদ মিয়ার বিয়ের অনুষ্ঠানে আসেন রওশন আরা। অনুষ্ঠানে সাউন্ড সিস্টেমের অ্যামপ্লিফায়ার হারিয়ে যায়। এ ঘটনায় একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে সমাপ্ত ইসলামকে চোর সন্দেহ করায় উভয় পরিবারের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। 

এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিকেলে সমাপ্ত ইসলামের আত্মীয়স্বজনের ১০–১২ জনের একটি দল ক্ষিপ্ত হয়ে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে রাশেদের বাড়িতে হামলা চালান। এ সময় রওশন আরা বাধা দেওয়ার সময় তাঁদের ধাক্কায় মাটিতে পড়ে যান তিনি। আহত অবস্থায় তাঁকে প্রথমে সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে বগুড়ার শজিমেকে ভর্তি করা হয়। সেখানে আজ ভোরে তিনি মারা যান।  আজ সকালে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক ও সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহাজাহান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

এ বিষয়ে সাঘাটা থানার ওসি মমতাজুল হক বলেন, ‘এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

সেকশন