হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

অটোরিকশা নিয়ে পালিয়েও রেহাই পেলেন না চোর চক্রের ৩ সদস্য

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদরে কৌশলে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে পালানোর সময় ধরা পড়লেন চোরচক্রের তিন সদস্য।  এ সময় তাঁদের কাছ থেকে একটি অটোরিকশা ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁদেরকে জেলা কারাগারে পাঠানো হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলা সদরের জলেশ্বরীতলা হঠাৎপাড়া এলাকার নুর হোসেন (২০), শহরের গোবিন্দনগর মন্দিরপাড়া এলাকার বিজয় ইসলাম (২০) ও একই এলাকার জনি ইসলাম (২৬)। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ বলেন, ‘অটোরিকশার মালিক বাদী হয়ে থানায় মামলা করেছেন। গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ চোরচক্রের সক্রিয় সদস্য। বিকেলে তাঁদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’ 

পুলিশ ও ভুক্তভোগী জানায়, অটোচালক আরিফুল ইসলাম গতকাল বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও রোড এলাকার রেল গেটের সামনে থেকে দুজন যাত্রী অটোরিকশায় ওঠেন। এ সময় তাঁরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে দক্ষিণ আরাজী কৃষ্টপুর গ্রামে আরিফুলকে নিয়ে যান তাঁরা। পরে নির্জন এলাকায় রাস্তার পাশের এক দোকান থেকে পান-সিগারেট আনতে আরিফুলকে পাঠান তাঁরা। যাওয়ার সময় ওই চোরচক্রের সদস্যরা তাঁর হাতের মোবাইল ফোনটি তাদের কাছে রেখে দিতে বলেন। 

পুলিশ ও ভুক্তভোগী জানায়, দোকানে পান কিনতে গিয়ে কিছু দূর যাওয়ার পর পেছন ফিরে আরিফুল তাকিয়ে দেখেন অটোরিকশাটি সেখানে নেই। এ সময় চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন ১ কিলোমিটার ধাওয়া করে অটোরিকশাটিসহ নুর হোসেন নামের একজনকে আটক করেন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে এই চক্রের আরও দুই সদস্যকে গতকাল রাতে গ্রেপ্তার করে।

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার