Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

দিনাজপুরে বিয়ের জন্য বাড়িতে তরুণীর অনশন, পদ গেল ছাত্রলীগ নেতার

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরে বিয়ের জন্য বাড়িতে তরুণীর অনশন, পদ গেল ছাত্রলীগ নেতার

বিয়ের দাবিতে দিনাজপুরের বিরামপুরে স্থানীয় এক ছাত্রলীগ নেতার বাড়িতে এক তরুণীর অনশনের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সংগঠনের দায়িত্ব থেকে ওই নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতি পাওয়া শাহাবুল ইসলাম শাওন উপজেলার ৭ নম্বর পলিপ্রয়াগ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি এর মধ্যে ওই তরুণীকে বিয়ে করেছেন বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান।

‘দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িতে থাকার’ কারণ দেখিয়ে গতকাল সোমবার রাতে তাঁকে অব্যাহতি দেওয়া হয় বলে উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক জানান।

আজকের পত্রিকাকে তিনি বলেন, ওই তরুণীর অনশনের ঘটনার পর শাওন পালিয়ে যান। ‘তাঁকে ফিরিয়ে আনার চেষ্টা করে ব্যর্থ হয়ে’ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়।

কয়েক দিন ধরে একটি কলেজের ছাত্রী ওই তরুণী বিয়ের দাবিতে শাওনের বাড়িতে অনশন করেন। বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে উপজেলার ছাত্রলীগের নেতা-কর্মীরা জানতে পেরে কেন্দ্রীয় ছাত্রলীগকে জানান। 

এদিকে ওই তরুণী তাঁর বাড়িতে অবস্থান নেয়ার পরপরই আত্মগোপনে চলে যান ছাত্রলীগ নেতা শাহাবুল। মোবাইল ফোনে তাঁর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রং (ভুল) নম্বর বলে কল কেটে দেন। 

ওই তরুণী স্থানীয়দের বলেছেন, শাহাবুলের সঙ্গে তাঁদের অনেক দিনের সম্পর্ক। শাহাবুল তাঁকে বিয়ে করবেন বলে আশ্বাস দিলেও তা বাস্তবে রূপ দিতে টালবাহানা করেন। নিরুপায় হয়ে তিনি অনশনে বসেছেন। 

তবে শেষ পর্যন্ত ওই তরুণীকে শাহাবুল বিয়ে করেছেন বলে তাঁর বাবার বরাত দিয়ে জানিয়েছেন পলিপ্রয়াগ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সামসুদ্দিন।

আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘ওই ছাত্রীর সঙ্গে শাওনের বিয়ের খবর শুনেছি। ছেলের বাবার কাছে জানতে পেরেছি, এক আত্মীয়ের বাড়িতে আছেন তাঁরা। বউ নিয়ে এখনো বাড়ি আসেননি।’ 

এই তথ্য ওই তরুণীর বাবার বরাত থেকে নিশ্চিত করেছেন ১ নম্বর মুকুন্দপুর ইউপি সদস্য ইসমত আরা। তিনি বলেন, তাঁর মেয়ে ও শাওন গতকাল বিয়ে করেছেন বলে তিনি জানান। তবে তাঁরা তাঁর বাড়িতে তখনো যাননি।

দুটি ড্যামই অকার্যকর সেচের খরচ দ্বিগুণ

হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আফতাব উদ্দিন

নিরাপত্তা চেয়ে ঠাকুরগাঁও ইউএনও কার্যালয়ে অবস্থান

নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ

অপরাধী পুলিশ সদস্যদের বিচার করে বাহিনীর গৌরব ফেরানো হবে: আইজিপি

সৈয়দপুরে সেনাবাহিনীর সহায়তায় ফুটপাত দখলমুক্ত

বিএনপির নতুন কমিটির সমালোচনা করে আহ্বায়কের মার খেলেন কৃষক দলের নেতা

নীলফামারীর সাবেক এমপি আফতাব উদ্দিন রংপুরে গ্রেপ্তার

তিস্তায় হাঁটুপানি, বেকার ৪ হাজার জেলে-মাঝি

সরকারি অ্যাম্বুলেন্স সংকট, রোগী জিম্মি বেসরকারিতে