হোম > সারা দেশ > রংপুর

ছিনতাইকারীর ছুরিকাঘাতে হকার আহত, গ্রেপ্তার ১ 

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক হকার আহত হয়েছেন। এ সময় ছিনতাইয়ে অভিযুক্ত রিপনকে (১৮) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আজ বৃহস্পতিবার রিপনকে ছিনতাই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে বুধবার উপজেলার সারাই ইউনিয়নের মদামদন সড়কে এ ঘটনা ঘটে।

রিপন উপজেলার সারাই ইউনিয়নের মদামদন দৌউলটারী গ্ৰামের রফিকুলের ছেলে এবং স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র।

মামলার তদন্তকারী হারাগাছ থানার এসআই আব্দুস ছবুর খন্দকার জানান, বুধবার হকার রশিদ পুরাতন ভাঙারি মালামাল কেনার জন্য সাহেবগঞ্জ বাজার এলাকায় যান। ভাঙারি মালামাল বিক্রির কথা বলে তাঁকে মদামদন সড়কের ফাঁকা স্থানে নিয়ে গিয়ে তাঁর টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টা করেন রিপন।

এ সময় বাধা দিলে হকারকে ধারালো চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করেন রিপন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে ছিনতাইকারী রিপনকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার এবং ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে আসে। পরে আহত হকারকে হারাগাছ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, এ ঘটনায় আহত হকারের বাবা বাদী হয়ে গতকাল বুধবার রাতে মামলা করেন। আটক রিপনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার রংপুর আদালতে পাঠানো হয়েছে।

পঞ্চগড়ে আবারও তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

সেকশন