Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

ঢল-বৃষ্টিতে বাড়ছে পানি, আতঙ্কিত তিস্তাপারের জনপদ

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

ঢল-বৃষ্টিতে বাড়ছে পানি, আতঙ্কিত তিস্তাপারের জনপদ

উজানের পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বেড়েছে। আজ সোমবার সকাল ৬টায় ওই স্থানে পানি প্রবাহিত হচ্ছিল বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে। ফলে বন্যার আশঙ্কায় দিন কাটছে তিস্তাপারের মানুষের। 

আজ সকাল ৬টায় হাতীবান্ধায় অবস্থিত দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ পয়েন্টে পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ৩৫ সেন্টিমিটার। যা বিপদ সীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয় (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার)। তবে সকাল ৯টায় কিছুটা কমে ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। তবে বিকেল ৩টায় বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। 

ডালিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে তিস্তার পানি বাড়তে শুরু করে। রাত থেকে কয়েক দিনের তুলনায় পানি দ্বিগুণ বেড়েছে। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের সব কটি জলকপাট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণ করা হচ্ছে। 

গড্ডিমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল বলেন, ‘আমার ইউনিয়নে ইতিমধ্যে পানি ঢুকতে শুরু করেছে। এ ছাড়া কিছু এলাকায় পানিবন্দী হয়ে পড়েছে অনেক পরিবার।’ 

ডালিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী আফসাউদ্দৌলা বলেন, উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি বেড়েছে। পানি নিয়ন্ত্রণে ব্যারেজের সব কটি জলকপাট খুলে দেওয়া হয়েছে। তিস্তাপারের মানুষের সব সময় খোঁজখবর নেওয়া হচ্ছে।

ঠাকুরগাঁও কারাগারে দেখা করতে আসা স্বজনদের ভোগান্তি

বিস্ফোরক মামলায় ‘জয় বাংলা’ কারাগারে

গঙ্গাচড়ায় জাল টাকা দিয়ে বাজার করতে গিয়ে নারী আটক

কৃষকের জমি দখল করে আ.লীগ নেতার চাতাল

রংপুরে অস্ত্রসহ যুবলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার

ডেভিল হান্ট অভিযানে সৈয়দপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কৃষকের জমিতে আ.লীগ নেতার চাতাল নির্মাণের অভিযোগ

মিঠাপুকুরে যুবকের হামলায় বড় ভাই নিহত

কাজে আসছে না ৩৪ লাখ টাকার সিগন্যাল

সিংড়া শালবনে আগুন, পুড়ে গেছে ৭ হেক্টর জমির বেতগাছ