তেঁতুলিয়া: বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর বন্ধ রাখা হয়েছে। এক দিনের জন্য পাথরসহ সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন পঞ্চগড় আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশন।
আজ বুধবার (২৬ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন পঞ্চগড় আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা।
তিনি জানান, আজ আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও আগামীকাল বৃহস্পতিবার (২৭ মে) পুনরায় বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে।