হোম > সারা দেশ > রংপুর

গাইবান্ধায় ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যা

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ব্যবসায়ী লেবু মিয়া (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শাহ আলম নামে আরও এক ব্যবসায়ী। 

আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্। 

এর আগে শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ইসলামপুর-ফুলপুকুরিয়া সড়কের জীবনপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।  

নিহত লেবু মিয়ার বাড়ি উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের জরিপপুর জঙ্গলমারা গ্রামে। তিনি ওই গ্রামের আবুল হোসেনের ছেলে।  

আহত শাহ আলম একই ইউনিয়নের দক্ষিণপাড়ার নুর বক্তার ছেলে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।  

ওসি শামসুল আলম শাহ্ বলেন, লেবু মিয়া, শাহ আলম ও শহিদুল ইসলাম নামের তিন কলা ব্যবসায়ী রাজা বিরাট বাজার থেকে কলা বিক্রি করে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। জীবনপুর এলাকায় পৌঁছালে পাঁচ থেকে সাতজন দুর্বৃত্ত তাঁদের পথ রোধ করে। এ সময় তারা ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে দুর্বৃত্তরা লেবু মিয়ার গলায় ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আহত হন শাহ আলম। দৌড়ে পালিয়ে যান আরেক ব্যবসায়ী শহিদুল ইসলাম।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক এমপি কাদের খান মারা গেছেন

পঞ্চগড়ে আবারও তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

সেকশন